নয়াদিল্লিরাহুল গাঁধীর অভিযোগের জবাব দিতে ময়দানে প্রকাশ জাভরেকর। কংগ্রেস সাংসদ লকডাউন তার উদ্দেশ্য পূরণে ব্যর্থ বলে নরেন্দ্র মোদি সরকারকে কটাক্ষ করার পরই পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রথম সারির এই নেতা দাবি করেন, লকডাউন চালু হওয়ার আগে দেশে করোনাভাইরাস সংক্রমণের হার দ্বিগুণ হচ্ছিল তিনদিনে, তা এই পদক্ষেপের পর ১৩ দিনে নেমে এসেছে। এটা ভারতের সাফল্য বলে দাবি করেন তিনি। বলেন, ভারতের যে আমেরিকা, স্পেন, ফ্রান্সের মতো দেশের তুলনায় কম ক্ষতি, মৃত্যু হয়েছে, সেটা সুনিশ্চিত হয়েছে  মোদি সরকারের লকডাউন জারির সিদ্ধান্তেই। দেশ যখন করোনাভাইরাস অতিমারির বিরুদ্ধে লড়ছে, সেসময় কংগ্রেস রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি। এও বলেন, করোনাভাইরাস রুখতে ভারতের উদ্যোগ গোটা দুনিয়ার প্রশংসা পেয়েছে, কিন্তু কংগ্রেস তার বিরোধিতা করছে। কংগ্রেস যে রাজনীতি করছে, তার উদাহরণ রাহুল গাঁধীর আজকের সাংবাদিক বৈঠক। তিনি যা বলেছেন, সেটা ভুলও। কোভিড-১৯ দ্বিগুণ হওয়ার হার লকডাউনের আগে ছিল তিনদিন, এখন  ১৩ দিন।


তিনি আরও বলেন, কংগ্রেস আগে প্রশ্ন করেছে, কেন লকডাউন চালু হল, আর এখন যখন তা শিথিল করা নিয়ে প্রশ্ন তুলছে। এটা কংগ্রেসের দ্বিচারিতা, দুমুখো মানসিকতার উদাহরণ।

৪৫ লাখ পরিযায়ী শ্রমিককে তিন হাজারের বেশি ট্রেনে ঘরে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, এটা ঐতিহাসিক ঘটনা।