নয়াদিল্লি: পরিচ্ছন্নতার নিরিখে পরপর চারবার দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হিসেবে উঠে এল ইনদৌরের নাম। কিন্তু তালিকায় শেষ নাম কলকাতা।
দেশের যে-সব শহরের জনসংখ্যা ১০ লাখের বেশি, সেগুলিই ছিল সমীক্ষার আওতায়। কেন্দ্রীয় সরকারের ‘স্বচ্ছ সুরবেক্ষণ লিগ ২০২০’-এর প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসের সমীক্ষায় দ্বিতীয় স্থানে আছে ভোপাল। দ্বিতীয় ত্রৈমাসিকে দ্বিতীয় স্থান দখলে রেখেছে রাজকোট। প্রথম ও দ্বিতীয় ত্রৈমাসিকে তৃতীয় স্থানে আছে যথাক্রমে সুরাত ও নভি মুম্বই। এরপরের স্থানগুলিতে আছে কোন কোন শহর, দেখে নিন সরকার প্রকাশিত তালিকায়।






ক্যান্টনমেন্ট বোর্ডগুলির মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতায় সবার উপরে আছে দিল্লি। তারপর যথাক্রমে ঝাঁসি, জলন্ধর। এই তালিকায় অন্তিম স্থানে সেকেন্দ্রাবাদ।