নয়াদিল্লি: পরিচ্ছন্নতার নিরিখে পরপর চারবার দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হিসেবে উঠে এল ইনদৌরের নাম। কিন্তু তালিকায় শেষ নাম কলকাতা।
দেশের যে-সব শহরের জনসংখ্যা ১০ লাখের বেশি, সেগুলিই ছিল সমীক্ষার আওতায়। কেন্দ্রীয় সরকারের ‘স্বচ্ছ সুরবেক্ষণ লিগ ২০২০’-এর প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসের সমীক্ষায় দ্বিতীয় স্থানে আছে ভোপাল। দ্বিতীয় ত্রৈমাসিকে দ্বিতীয় স্থান দখলে রেখেছে রাজকোট। প্রথম ও দ্বিতীয় ত্রৈমাসিকে তৃতীয় স্থানে আছে যথাক্রমে সুরাত ও নভি মুম্বই। এরপরের স্থানগুলিতে আছে কোন কোন শহর, দেখে নিন সরকার প্রকাশিত তালিকায়।
ক্যান্টনমেন্ট বোর্ডগুলির মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতায় সবার উপরে আছে দিল্লি। তারপর যথাক্রমে ঝাঁসি, জলন্ধর। এই তালিকায় অন্তিম স্থানে সেকেন্দ্রাবাদ।
কেন্দ্রীয় সরকারের সমীক্ষায় পরিচ্ছন্ন শহরের তালিকার শীর্ষে ইনদৌর, কলকাতা কোন স্থানে? জেনে নিন
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jan 2020 05:29 PM (IST)
পরিচ্ছন্নতার নিরিখে পরপর চারবার দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হিসেবে উঠে এল ইনদৌরের নাম। তালিকার শেষ নাম কলকাতা।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -