নয়াদিল্লি: কোনওভাবে জখম হয়েছিল একটি হনুমান। শরীরের ক্ষতের চিকিত্সার জন্য সে সটান চলে এল হাসপাতালে। কর্ণাটকের এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে জখম হনুমানটিকে হাসপাতালের প্রবেশ পথে বসে থাকতে। চোখেমুখে একটা আর্তি। বেশ শান্তভাবে ধৈর্য্য ধরে ডান্ডেলিরা পাটিল হাসপাতালের প্রবেশ পথে বসেছিল। তা দেখে এগিয়ে আসেন হাসপাতালের এক কর্মী। তিনি হনুমানটির শুশ্রুষার কাজ শুরু করেন। এরপর হনুমানটিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের ভেতরে। সেখানে তার ক্ষত পরিষ্কার করে ওষুধ লাগানো হয়।
১.৪৩ সেকেন্ডের ভিডিওটি লেটস গো ডান্ডেলি নামে একটি ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। সঙ্গে সঙ্গেই তা ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।


ফেসবুকে ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে যে, চিকিত্সার জন্য পাটিল হাসপাতালে চলে এল একটি হনুমান। ডান্ডেলির একটি প্রাণীও যে এত তুখোড়, তা বিশ্বাস হচ্ছিল না।
কমেন্টস সেকশনে নেটিজেনরা জখম হনুমানটির চিকিত্সার জন্য এগিয়ে আসায় মেডিক্যাল কর্মীদের প্রশংসা করেছেন।