নয়াদিল্লি: তাঁর সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এমনই অভিযোগ করলেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী। তিনি সরকারের বিরুদ্ধে হ্যাক করার অভিযোগ এনেছেন। যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে সমাজবাদী পার্টি সভাপতি অখিলেশ যাদবের ফোনে আড়ি পাতার অভিযোগের কথা উল্লেখ করে প্রিয়ঙ্কা বলেছেন, ‘ওঁরা আমার সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও হ্যাক করেছেন। ফোন ট্যাপ তো করা হচ্ছেই। ওঁদের কি আর কোনও কাজ নেই?’


রবিবার সাংবাদিক বৈঠকে অখিলেশ অভিযোগ করেন, ‘আমাদের সবার ফোনই ট্যাপ করা হচ্ছে। আমাদের কথোপকথন রেকর্ড করা হচ্ছে। আমাদের দলের দফতরের সব ফোনের কথাবার্তা শোনা হচ্ছে। স্বয়ং মুখ্যমন্ত্রী সন্ধেবেলা আমাদের কিছু কথোপকথন শুনছেন। আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, তাহলে জেনে রাখবেন, আপনাদের কথা ওঁরা শুনছেন।’


অখিলেশকে পাল্টা কটাক্ষ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘অখিলেশ যখন ক্ষমতায় ছিলেন, তখন তিনি হয়তো এরকম কিছু করে থাকবেন। সেই কারণেই তিনি এখন অন্যদের বিরুদ্ধে এই অভিযোগ করছেন।’


অখিলেশের পর এবার সরকারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনলেন প্রিয়ঙ্কা। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে ট্যুইটে বলেছেন, ‘আমাদের ‘লড়কি হুঁ, লড় সকতি হুঁ’ সংক্রান্ত প্রচারের জন্যই প্রধানমন্ত্রী প্রয়াগরাজে মহিলাদের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে বাধ্য হয়েছেন। প্রধানমন্ত্রী মহিলাদের জন্য কাজ করতে বাধ্য হচ্ছেন। প্রধানমন্ত্রীকে নারীশক্তির সামনে মাথানত করতে হচ্ছে। এটা উত্তরপ্রদেশের মহিলাদের জয়।’


আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একটি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই অনুষ্ঠানে মহিলাদের জন্য নতুন একটি প্রকল্পের কথা ঘোষণা করা হয়। স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ১৬ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পে ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করায় মহিলারা খুশি।