শাহিনবাগে দু’মাসেরও বেশি ধরে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। দিল্লি বিধানসভার প্রচার চলাকালীন বিজেপি নেতাদের নিশানায় ছিল এই আন্দোলন। স্বরাষ্ট্রমন্ত্রীও বলেন, ‘এমন জোরে ইভিএম-এর বোতাম টিপুন যাতে শাহিনবাগে বিদ্যুতের শক লাগে।’ কিন্তু ভোটে হারার পর তিনিই বলেছেন, শাহিনবাগ নিয়ে বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্য করা উচিত হয়নি। হয়তো সেই কারণেই দিল্লিতে হারতে হয়েছে বিজেপি-কে। তিনি আলোচনায় বসার কথাও জানান। এরপরেই তাঁর সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন শাহিনবাগের আন্দোলনকারীরা। তাঁরা জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারের আবেদন জানাননি। তাঁর ঘোষণাকেই ‘আমন্ত্রণ’ বলে ধরে নিয়ে কাল আলোচনা করতে যাচ্ছেন।
শাহিনবাগের অবস্থান বিক্ষোভ তুলে দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। দিল্লি বিধানসভা নির্বাচন চলাকালীন এ বিষয়ে কোনও রায় দেয়নি আদালত। সোমবার শুনানি হওয়ার কথা। তার আগে কাল এই আন্দোলনকে অন্য মাত্রা দেওয়ার কথা ঘোষণা করলেন প্রতিবাদীরা।