রাঁচি: গতকাল পুলওয়ামা হামলার এক বছর পূর্ণ হয়েছে। দেশজুড়ে এই হামলায় প্রাণ হারানো সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। কিন্তু এরই মধ্যে নিহত এক জওয়ানের পরিবারের প্রতি সরকারের চরম উদাসীনতার ছবি প্রকাশ্যে এল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গিয়েছে, ঝাড়খণ্ডের গুমলা জেলায় রাস্তার ধারে বসে সবজি বিক্রি করছেন নিহত এক সিআরপিএফ জওয়ানের স্ত্রী। কোনও সরকারি সাহায্য না মেলার ফলেই অর্থাভাবে এই পথ অবলম্বন করতে বাধ্য হয়েছেন তিনি। ট্যুইটারে এক ব্যক্তি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের উদ্দেশে এই পরিবারকে সাহায্যের আর্জি জানান। এরপরেই পাল্টা ট্যুইট করে বিষয়টি দৃষ্টিগোচর করার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে সিমদেগার ডেপুটি কমিশনারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সোরেন। তিনি জানিয়েছেন, এই পরিবারটিকে সবরকম সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হবে। সোরেনের নির্দেশে জেলা প্রশাসনের আধিকারিকরা ওই পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেছেন।

গত বছরের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। তাঁদের অন্যতম ছিলেন বিজয় সোরেন। গত বছরের ১৬ ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের বাড়িতে ফেরে তাঁর নিথর দেহ। ঝাড়খণ্ডের তৎকালীন মুখ্যমন্ত্রী রঘুবর দাস শ্রদ্ধা জানান। তিনি নিহত জওয়ানের স্ত্রী বিমলা দেবীর সঙ্গে ফোনে কথাও বলেন। এই পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দেন ঝাড়খণ্ডের তৎকালীন মুখ্যমন্ত্রী। কিন্তু বছর ঘুরে যাওয়ার পরেও দেখা গেল, পরিবারটি কোনওরকম সাহায্য পায়নি। ইতিমধ্যে ঝাড়খণ্ডে সরকার বদলে গিয়েছে। শেষপর্যন্ত পরিবারটির পাশে দাঁড়াল বর্তমান সরকার।