নয়াদিল্লি: দেওবন্দের সঙ্গে সন্ত্রাসবাদের যোগ থাকা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহকে ডেকে পাঠিয়ে সতর্ক করে দিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। বিজেপি সূত্রে খবর, দলের সদর দফতরে গিরিরাজের সঙ্গে বৈঠকে তাঁকে ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছেন নাড্ডা। তাঁর মতে, এর ফলে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মঙ্গলবার উত্তরপ্রদেশের সহারানপুরে একটি জনসভায় গিরিরাজ বলেন, ‘আমি ফের বলছি, দেওবন্দ হল সন্ত্রাসবাদের গঙ্গোত্রী। হাফিজ সইদ সহ বিশ্বের সব বড়মাপের সন্ত্রাসবাদীর জন্ম এখানেই।’ এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হতেই তাঁকে তলব করেন বিজেপি সভাপতি।
দিল্লিতে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি-র একাধিক নেতা-মন্ত্রী শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। একাধিক জনসভা থেকে আন্দোলনকারীদের গুলি করে মারা, বিদ্যুতের শক দেওয়ার স্লোগান ওঠে। দিল্লিতে হারের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এই ধরনের বিতর্কিত মন্তব্য করা উচিত হয়নি। দল এই ধরনের মন্তব্য থেকে দূরত্ব তৈরি করেছে। কিন্তু তারপরেও গিরিরাজের মতো নেতারা বিতর্কিত মন্তব্য করে চলেছেন।
দেওবন্দ নিয়ে বিতর্কিত মন্তব্য, গিরিরাজ সিংহকে তলব, সতর্ক করলেন জেপি নাড্ডা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Feb 2020 04:03 PM (IST)
দিল্লিতে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি-র একাধিক নেতা-মন্ত্রী শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -