নয়াদিল্লি: সংসদের অধিবেশনে বক্তব্য পেশ করার সময় যে ভাবে কংগ্রেসের দুই সদস্য তাঁর দিকে 'তেড়ে এসেছিলেন', সেই ঘটনায় তীব্র বিস্ময় প্রকাশ করলেন বিজেপি সাংসদ স্মৃতি ইরানি। এই ঘটনায় কংগ্রেসের থেকে ক্ষমাপ্রার্থনা দাবি করেছে গেরুয়া শিবির।
শুক্রবার, লোকসভায় উন্নাওকাণ্ড নিয়ে বক্তব্য পেশ করছিলেন স্মৃতি। সেই সময় দুই কংগ্রেস সাংসদ টিএন প্রতাপন ও ডিয়ান কুরিকোস নিজেদের আসন ছেড়ে ট্রেজারি বেঞ্চের দিকে 'তেড়ে আসেন'। একজন স্মৃতির কাছে জানতে চান, কেন তিনি কথা বলছেন? কার্যত হুমকি দেন স্মৃতিকে। উত্তরে বিজেপি নেত্রী বলেন, আমি বিজেপির মহিলা সাংসদ এবং আমি সভায় বলছি, এটাই কি আমার দোষ?
বিষয়টি নজরে আসতেই বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি সঙ্গে সঙ্গে কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরীকে বলেন, দলের সাংসদদের সংযত করতে। লেখি বলেন, এধরনের আচরণ একেবারে গ্রহণযোগ্য নয়। স্মৃতি যখন কথা বলছিলেন, তখন তাঁরা কার্যত হুমকি দেওয়ার জায়গায় চলে আসেন। স্মৃতি সভার মহিলা সদস্য। ওদের ক্ষমা চাওয়া উচিত।
এর আগে, উন্নাওকাণ্ড নিয়ে কংগ্রেস ও বিজেপির তরজায় লোকসভায় তুমুল হইচই হয়। অধীর দাবি করেন, একদিকে দেশে রামমন্দির নির্মাণ নিয়ে মেতে রয়েছে সরকার। অন্যদিকে, দেশের সীতা(মহিলাদের) পুড়িয়ে মারা হচ্ছে। জবাবে স্মৃতি বলেন, মালদায় কিছুদিন আগেই একটি ঘটনা ঘটেছে, কংগ্রেস একটাও কথা বলেনি। স্মৃতি আরও বলেন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ধর্ষণকে যখন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল, তখন কেন চুপ করেছিলেন?