অমরাবতী: শুক্রবার বিকেলে অন্ধ্রপ্রদেশে আসছেন নরেন্দ্র মোদি। তার ঠিক আগেই অমরাবতী থেকে ‘পত্রবোমা’ পৌঁছল প্রধানমন্ত্রীর দফতরে। প্রেরক অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। 'যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটাও রাখেননি। অন্ধ্রপ্রদেশের ৫ কোটি মানুষের সঙ্গে প্রতারণা হয়েছে। খালি হাতে অন্ধ্রপ্রদেশ আসতে আপনার লজ্জা করবে না?' প্রধানমন্ত্রীকে এই ভাষাতেই চিঠি লিখেছেন তেলুগু দেশম পার্টির সুপ্রিমো এন সি নাইডু। বৃহস্পতিবারই সেই চিঠি পৌঁছছে প্রধানমন্ত্রীর দফতরে।


আজ, সেই চিঠিরই একটি অংশ সংবাদমাধ্যমের হাতে এসেছে। চিঠিতে চন্দ্রবাবু লিখেছেন, “আমি ব্যক্তিগতভাবে ২৯ বার নয়াদিল্লি গিয়েছি। বহুবার আপনার কাছে আবেদন করেছি। কিন্তু কোনও লাভ হয়নি। বিশাখাপত্তনমে আসার আগে আপনার স্মরণে আনতে চাই, অন্ধ্রপ্রদেশের মানুষ ক্ষোভে ফুঁসছে। রাজ্যের ৫ কোটি মানুষের প্রতিনিধি হিসেবে আপনার প্রতিশ্রুতি ও প্রতারাণার কথা আপনাকে মনে করিয়ে দিতে চাই। জনপ্রতিনিধি হিসেবে জনগণের ভাবাবেগ সম্পর্কে ওয়াকিবহাল থাকা আমাদের নৈতিক দায়িত্ব।”


এখানেই শেষ নয়। অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়া, পোলাভোরাম প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ, অমরাবতী শহরের উন্নয়ন, বিশাখাপত্তনম ও বিজয়ওয়াড়ার মধ্যে মেট্রো সংযোজন সহ রাজ্য থেকে লোকসভা আসন বৃদ্ধির মতো আরও একাধিক ইস্যুর কথাও ওই চিঠিতে উল্লেখ করেছেন চন্দ্রবাবু। প্রসঙ্গত, মনমোহন সরকারের ঘোষিত প্রকল্পগুলো কেন এই সরকার বাস্তবায়ন করতে পারল না, সেই বিষয়েও প্রশ্ন তোলেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বিশাখাপত্তনমে মোদির সফরকে বিদ্রুপ করে তিনি এও জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখাবে টিডিপি। এমনকি তিনি নিজে কালো শার্ট পরে নরেন্দ্র মোদির অন্ধ্র সফরের প্রতিবাদ করবেন বলেও জানিয়েছেন।