মিউনিখ: এশিয়ান গেমসের পর এবার মিউনিখ বিশ্বকাপেও সোনা জিতলেন শ্যুটার রাহি স্বর্ণবত। মেয়েদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। তবে সকলের নজর কেড়ে নিয়েছেন টিনএজার সৌরভ চৌধুরী। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা তো জিতেছেনই, বিশ্বরেকর্ডও করেছেন তিনি।

সৌরভের মত রাহিরও এটি দ্বিতীয় বিশ্বকাপ সোনা। এর ফলে আগামী বছর টোকিও অলিম্পিকে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করলেন তিনি। এখনও পর্যন্ত মিউনিখ বিশ্বকাপে ৩টি সোনা পেয়ে পদক তালিকায় শীর্ষে রয়েছে ভারত। দ্বিতীয় চিন, তারা পেয়েছে ১টি সোনা, ১টি রুপো ও ৩টি ব্রোঞ্জ।

মেয়েদের ফাইনালে আর এক ভারতীয় শ্যুটার মনু ভাকের রাহির থেকে ভাল শুরু করেন। একটা সময় মনু, রাহি ও ইউক্রেনের ওলেনা কোস্তেভিচ এক সঙ্গে প্রথম স্থানে ছিলেন। কিন্তু পিস্তলে বারবার গন্ডগোল হওয়ায় দুর্ভাগ্যবশত পিছিয়ে পড়েন মনু। তবে রাহি পিছনে ফিরে তাকাননি। ৩৭ পয়েন্ট পেয়ে তিনি চ্যাম্পিয়ন হন। তাঁর থেকে ১ পয়েন্ট পিছিয়ে থেকে ওলেনা পান রুপো। বুলগেরিয়ার বন্দুকবাজ অ্যান্তোয়ানেতা বোনেভা ব্রোঞ্জ জেতেন।