কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই তল্লাশি চালাচ্ছে আয়কর বিভাগ। তবে পরমেশ্বর নিজে বলেছেন, ‘আমি এই তল্লাশির বিষয়ে কিছু জানি না। যদি শিক্ষাপ্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়, আমার কোনও আপত্তি নেই। যদি আমার দিক থেকে কোনও ভুল থাকে, তাহলে সেটা শুধরে নেব। আয়কর বিভাগের আধিকারিকরা সব নথি খতিয়ে দেখুন।’ কর্ণাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বরের বাসভবন, মেডিক্যাল কলেজ সহ বিভিন্ন জায়গায় আয়কর হানা
Web Desk, ABP Ananda | 10 Oct 2019 02:41 PM (IST)
কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই তল্লাশি চালাচ্ছে আয়কর বিভাগ।
ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: কর্ণাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বরের বাসভবন, তাঁর মালিকানাধীন একটি মেডিক্যাল কলেজ সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা। আজ সকাল থেকে শুরু হয় তল্লাশি। আয়কর বিভাগ সূত্রে খবর, পরমেশ্বরের সঙ্গে যুক্ত ৩০টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।