বাবুল ফেসবুকে জানিয়েছেন, এমআরআই সহ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে তাঁর। পরীক্ষার ফল বিশ্লেষণ করবেন এক স্নায়ু বিশেষজ্ঞ। তাঁর কথায়, এই অসুস্থতার জন্য দায়ী আধুনিক বাংলার তথাকথিত ‘ছাত্রছাত্রীরা’। নিজেদের নকশাল ও এসএফআই সদস্য বলে দাবি করা সেই তরুণ তরুণীরা তাঁর ওপর পাথর ছুঁড়েছিলেন, তাঁকে দেখানোর জন্য আনা কালো পতাকায় লাগানো মোটা মোটা লাঠি দিয়ে পিটিয়েছিলেন, তারপর থেকেই তাঁর এই অবস্থা।
বাবুল আরও বলেছেন, তাঁর প্রাণের ভয় নেই অবশ্যই কিন্তু এটাও দেখা দরকার, বহিরাগত গুন্ডারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কী করে ঢুকতে পারল, প্রতিষ্ঠানের বদনাম করতে পারল। এ ব্যাপারে গভীরভাবে ভাবা প্রয়োজন- রাজনীতির জন্য নয়, শিক্ষা ব্যবস্থার জন্য।
একদম শেষে তিনি লিখেছেন, অনেকে নির্বোধের মত ভাবছে, তিনি সরকারি পয়সায় আমেরিকায় এসে চিকিৎসা করাচ্ছেন! লস অ্যাঞ্জেলস ও লন্ডনবাসী ভারতীয়দের জন্য তাঁর দুটো গানের অনুষ্ঠান আছে। গত ৫ দিন ধরে যন্ত্রণা অসহ্য হয়ে উঠেছে, আমেরিকায় স্বাস্থ্য বিমাও করানো রয়েছে, তাই বন্ধুবান্ধব ও স্ত্রীর কথায় চিকিৎসকের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।