কলকাতা: জিও এতদিন বিখ্যাত ছিল তাদের বিনা মূল্যে ভয়েস কল, ইন্টারনেট প্যাকের জন্য। কিন্তু এবার ফোন কলের জন্য অর্থ ধার্য করতে চলেছে তারা। জিও ক্রেতাদের এবার থেকে অন্য নেটওয়ার্কে ফোন করতে গেলে মিনিট পিছু ৬ পয়সা করে চার্জ দিতে হবে।
তবে জিও থেকে জিও নেটওয়ার্কে ফোন এখনও করা যাবে বিনা মূল্যে। এতদিন জিও নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ফোনও বিনা মূল্যে করা যেত, এবার থেকে সেই সুবিধে আর পাওয়া যাবে না। এ জন্য রিলায়েন্স নিয়ে এসেছে চারভাবে আইইউসি টপ আপ ভাউচার, তা কিনতে হবে মাসিক প্ল্যানের সঙ্গে। এই টপ আপ পাওয়া যাবে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যে। কিনতে হবে প্রয়োজন বুঝে। এই টপ আপের কোনও ভ্যালিডিটি পিরিয়ড নেই। অন্য নেটওয়ার্কে ফোনের জন্য লাগবে টপ আপ, জিও নেটওয়ার্কের জন্য নয়।
টপ আপ রিচার্জ
১০ টাকার টপ আপ- ১২৪ নন জিও মিনিট, ১ জিবি ফ্রি ডেটা
২০ টাকার টপ আপ- ২৪৯ নন জিও মিনিট, ২ জিবি ফ্রি ডেটা
৫০ টাকার টপ আপ- ৬৫৬ নন জিও মিনিট, ৫ জিবি ফ্রি ডেটা
১০০ টাকার টপ আপ- ১৩৬২ নন জিও মিনিট, ১০ জিবি ফ্রি ডেটা
জিও-র অভিযোগ, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই তাদের এই সিদ্ধান্তের জন্য দায়ী। উল্টোদিকে অন্য সংস্থারা বলছে, জিও গ্রাহকদের সারা জীবন বিনা মূল্যে ফোন কলের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তারা প্রতিশ্রুতিভঙ্গ করেছে।
২০১৭-য় ট্রাই ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ বা আইইউসি কমিয়ে প্রতি মিনিট ৬ পয়সা করে দেয়। আইইউসি হল এক মোবাইল টেলিকম অপারেটরের অন্য অপারেটরকে ফোন করার খরচ। যখন এক টেলিকম অপারেটরের গ্রাহক অন্য অপারেটরের গ্রাহককে ফোন করেন, তখন আইইউসি মেটায় যে অপারেটর থেকে কল করা হয়, সে। জিও নেটওয়ার্কে ভয়েস কল ফ্রি, তাই তাদের পয়সা দিতে হয় না। কিন্তু এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া-র মত অপারেটরদের এ জন্য ১৩,৫০০ কোটি টাকা গচ্চা দিতে হয়। ২০২০-র মধ্যে এই আইইউসি পুরোপুরি শেষ করে দেওয়া হবে বলে ট্রাই আগে জানিয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত তারা এখন পুনর্বিবেচনা করছে। এর সময়সীমা বাড়ানোও হতে পারে।
আর বিনা মূল্যে নয় জিও-র ভয়েস কল, জেনে নিন অন্য নেটওয়ার্কে ফোন করতে গেলে কোন কোন টপ আপ সেরা
ABP Ananda, Web Desk
Updated at:
10 Oct 2019 10:55 AM (IST)
তবে জিও থেকে জিও নেটওয়ার্কে ফোন এখনও করা যাবে বিনা মূল্যে। এতদিন জিও নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ফোনও বিনা মূল্যে করা যেত, এবার থেকে সেই সুবিধে আর পাওয়া যাবে না।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -