দেশের অন্য জায়গাতেও সেনা ও আধাসেনা জওয়ানরা একইরকম উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নববর্ষ পালন করেন। ছত্তিসগঢ়ের রায়পুরে সিআরপিএফ জওয়ানরা নববর্ষ পালন করেন। দেখুন, আউলিতে নববর্ষ পালন আইটিবিপি জওয়ানদের
Web Desk, ABP Ananda | 01 Jan 2020 07:34 PM (IST)
দেশের অন্য জায়গাতেও সেনা ও আধাসেনা জওয়ানরা একইরকম উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নববর্ষ পালন করেন।
ছবি সৌজন্যে ট্যুইটার
আউলি (উত্তরাখণ্ড): তাপমাত্রা হিমাঙ্কের নীচে। তার মধ্যেই উত্তরাখণ্ডের আউলিতে নববর্ষ পালন করলেন ইন্দো-তিবেতান বর্ডার পুলিশের জওয়ানরা। বরফের মধ্যে তাঁদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। লোকগীতির সঙ্গে তাঁরা নাচেন এবং একে অপরকে নববর্ষের শুভেচ্ছা জানান।