নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম মোস্ট ওয়ান্টেড জঙ্গি জিনাত-উল-ইসলাম। শাকিল আহমেদ দার নামে আরও এক জঙ্গিকেও খতম করেছেন নিরাপত্তারক্ষীরা। তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে।

জিনাতের দেহ তার পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়েছে। এই জঙ্গির শেষকৃত্যের সময় তার সমর্থকদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ শুরু হয়। সাতজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গতকাল বিকেলে কুলগামের কাটপোরা অঞ্চলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান শুরু করে সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফ। জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। নিরাপত্তারক্ষীরাও পাল্টা জবাব দেন। জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল। তবে তারা গুলি চালাতে থাকে। এরপর নিরাপত্তারক্ষীদের গুলিতে তারা নিহত হয়। নিরাপত্তারক্ষীদের কেউ হতা-হত হননি।

আল-বদর জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল আইইডি বিশেষজ্ঞ জিনাত। সে বুরহান ওয়ানিরও ঘনিষ্ঠ ছিল। শোপিয়ানের বাসিন্দা জিনাত হিজবুল মুজাহিদিনের সঙ্গেও যুক্ত ছিল। গত বছরের নভেম্বরে সে আল-বদরের সঙ্গে যুক্ত হয়। জঙ্গিদের বিরিয়ানি খাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পরেই পরিচিত হয়ে যায়।