নয়াদিল্লি: পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে কাঠগড়ায় ওঠা কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হতে পারে। জনৈক সরকারি কর্তা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের সুপারিশ অনুযায়ী জম্মু ও কাশ্মীর প্রশাসন আইএসআই যোগসূত্র আছে, এমন সন্দেহভাজন সব কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদী নেতার নিরাপত্তা ব্যবস্থা রিভিউ করবে। তার ফলাফলের ভিত্তিতেই তাঁদের সুরক্ষা তুলে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন জম্মু ও কাশ্মীর সরকারের স্বরাষ্ট্র সচিব। এ ব্যাপারে জনৈক নিরাপত্তা অফিসার জানান, রাজ্য সরকারই বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা রিভিউ করবে কেননা ওঁদের অধিকাংশকেই সুরক্ষা দেয় জম্মু ও কাশ্মীর পুলিশ।
বৃহস্পতিবার পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে বিস্ফোরক-ভর্তি গাড়ি নিয়ে জয়েশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদীর আত্মঘাতী হামলায় ৪০ জওয়ানের মৃত্যুর পর পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার শ্রীনগর গিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। সেখানেই সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের কিছু কিছু মহল, লোকজনের আইএসআই ও সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে সম্পর্কে আছে। পাকিস্তান থেকে টাকা পাওয়া এইসব লোকজনের জন্য যে নিরাপত্তার বন্দোবস্ত আছে, তা খতিয়ে দেখা উচিত। পরদিনই কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা প্রত্যাহারের ইঙ্গিত পাওয়া গেল। দেশের কোনও কোনও মহলের বক্তব্য, কেন দেশবাসীর করের টাকায় কাশ্মীরের সেইসব বিচ্ছিন্নতাবাদী নেতার নিরাপত্তার বন্দোবস্ত করা হবে, যাঁরা লাগাতার ভারত-বিরোধী শক্তি, পাক গুপ্তচর সংস্থার সঙ্গে যোগাযোগ রাখবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, পুলওয়ামার হামলায় দোষীদের চরম মূল্য চোকাতে হবে, নিরাপত্তাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে সন্ত্রাসবাদীদের মোকাবিলার। দেশবাসীর রক্ত গরম হয়ে উঠেছে, সন্ত্রাসবাদী কাজকর্মের সঙ্গে থাকা শক্তিগুলি অবশ্যই সাজা পাবে।
কেন্দ্রের সুপারিশে খতিয়ে দেখছে জম্মু ও কাশ্মীর প্রশাসন, পাক গুপ্তচর সংস্থার সঙ্গে জড়িত সন্দেহভাজন কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা প্রত্যাহারের ইঙ্গিত
Web Desk, ABP Ananda
Updated at:
16 Feb 2019 07:55 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -