রায়পুর: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতিতে অন্যতম অভিযুক্ত মেহুল চোকসির কাছ থেকে টাকা নিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির মেয়ে সোনালী। এমনই অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। ছত্তীসগঢ়ে বিধানসভা নির্বাচনের প্রচারে কৃষকদের সমাবেশে তিনি বলেছেন, ‘আপনারা নিশ্চয়ই নীরব মোদী ও মেহুল চোকসির কথা শুনেছেন। যাঁরা দেশের ৩৫,০০০ কোটি টাকা চুরি করেছেন। অর্থমন্ত্রী অরুণ জেটলির মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা রেখেছিলেন চোকসি। তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি অর্থমন্ত্রী। সেই কারণেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন।’


রাহুলের আরও দাবি, ‘আজ দিল্লিতে সাংবাদিক বৈঠক করে কংগ্রেস নেতারা জেটলির মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনও বড় সংবাদমাধ্যমই সেই খবর দেখায়নি। এটা দুঃখজনক, কারণ সংবাদমাধ্যমের কাজ সত্য তুলে ধরা।’

রাফাল যুদ্ধবিমান চুক্তি নিয়ে এদিনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন রাহুল। তাঁর অভিযোগ, রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যালের কাছ থেকে কেড়ে নিয়ে যুদ্ধবিমান তৈরির অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও অনিল অম্বানীর সংস্থাকে বরাত দেওয়া হয়েছে।

ছত্তীসগঢ়ে কংগ্রেস ক্ষমতায় এলে ১০ দিনের মধ্যে কৃষকদের ঋণ মকুব করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল। তিনি আরও বলেছেন, প্রতিটি জেলায় খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলা হবে। এর ফলে কৃষকরা ফসলের ভাল দাম পাবেন এবং কর্মসংস্থানও হবে। এছাড়া সুলভে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেস সভাপতি।