নয়ডা: ব্যক্তিগত তথ্য ও গোপন নথি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ই-ওয়ালেট সংস্থা পেটিএম-এর প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মার কাছ থেকে ২০ কোটি টাকা আদায়ের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল এক মহিলা সহ তিন কর্মীকে। ধৃত মহিলা পেটিএম প্রতিষ্ঠাতার সচিব। তিনিই মূল চক্রী বলে জানিয়েছে পুলিশ। আরও এক অভিযুক্ত পলাতক।


গৌতম বুদ্ধ নগরের সিনিয়র পুলিশ সুপার অজয় পাল শর্মা জানিয়েছেন, ‘পেটিএম কর্ণধার অভিযোগ করেন, সংস্থার কর্মী এক মহিলা ও তাঁর সঙ্গীরা কিছু তথ্য হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেল করছেন। তথ্য পাঁস করার ভয় দেখিয়ে ২০ টাকা দাবি করছেন ওই মহিলা ও তাঁর সঙ্গীরা। অভিযোগ পাওয়ার পরেই দ্রুত ব্যবস্থা নিয়েছে পুলিশ। ওই মহিলা সহ তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাঁদের গ্রেফতার করা হয়েছে। তাঁদের জেরা করা হচ্ছে।’