শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের বদগাম জেলার বীরওয়ায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন এক পুলিশকর্মী। অন্যদিকে, দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার বাদিগাম অঞ্চলেও চলছে সংঘর্ষ। এই সংঘর্ষে খতম হয়েছে তিন লস্কর জঙ্গি।


কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘তিন অজ্ঞাতপরিচয় জঙ্গি খতম হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। তল্লাশি চলছে।’


কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, ‘শোপিয়ানের সংঘর্ষে তিন লস্কর জঙ্গি খতম হয়েছে।’


এর আগে কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গতকাল রাত দেড়টা থেকে বদগামে সংঘর্ষ শুরু হয়। পাশাপাশি, শোপিয়ানেও সংঘর্ষ শুরু হয়। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে পুলিশকর্মী মহম্মদ আলতাফের মৃত্যু হয়েছে। মনজুর আহমেদ নামে অপর এক পুলিশকর্মী জখম হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।


জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে গতকাল রাতে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা যৌথ অভিযান শুরু করেন। তাঁরা যখন জঙ্গিদের ঘিরে ফেলেন, তখন জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। নিরাপত্তারক্ষীরা পাল্টা জবাব দেন। তিন জঙ্গি খতম হলেও, আর কেউ লুকিয়ে আছে কি না, সেটা জানার জন্য তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা।