৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় ভোট হবে পাঁচ দফায়। ২০ ডিসেম্বর পঞ্চম দফার ভোটগ্রহণ। মহারাষ্ট্রের মতো ঝাড়খণ্ডেও ধাক্কা খেয়েছে এনডিএ জোট। ভোটে একাই লড়ছে বিজেপির জোট শরিক লোকজন শক্তি পার্টি। জোট ছেড়েছে বিজেপির আর এক পুরনো সহযোগী অল ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়নও। শরিকহীন বিজেপি কি পারবে ঝাড়খণ্ডে ক্ষমতা ধরে রাখতে? উত্তর মিলবে ২৩ ডিসেম্বর, নির্বাচনের ফল ঘোষণার দিন। ঝাড়খণ্ডে দুপুর একটা পর্যন্ত ভোট পড়ল ৪৯ শতাংশ, আগ্নেয়াস্ত্র নিয়ে বুথে ঢুকে বিতর্কে কংগ্রেস প্রার্থী
Web Desk, ABP Ananda | 30 Nov 2019 04:40 PM (IST)
৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় ভোট হবে পাঁচ দফায়।
ছবি সৌজন্যে ট্যুইটার
রাঁচি: ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের আজ প্রথম দফার ভোটগ্রহণ চলছে ১৩টি বিধানসভা কেন্দ্রে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোটের শুরুতেই গুমলায় মাওবাদী হামলা। ওড়ানো হল ৩টি পুল। তার মধ্যেই চলছে ভোটগ্রহণ। দুপুর একটা পর্যন্ত প্রায় ৪৯ শতাংশ ভোট পড়েছে। এরই মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে বুথে ঢুকে বিতর্কে জড়িয়েছেন কংগ্রেস প্রার্থী কে এন ত্রিপাঠি। তিনি পালামৌয়ের কোসিয়ারা গ্রামের একটি বুথে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকেন। তাঁকে বাধা দেন বিজেপি প্রার্থী অলোক চৌরাসিয়ার সঙ্গীরা। তাঁদের সঙ্গে ত্রিপাঠির সঙ্গীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়।