এরই মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে বুথে ঢুকে বিতর্কে জড়িয়েছেন কংগ্রেস প্রার্থী কে এন ত্রিপাঠি। তিনি পালামৌয়ের কোসিয়ারা গ্রামের একটি বুথে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকেন। তাঁকে বাধা দেন বিজেপি প্রার্থী অলোক চৌরাসিয়ার সঙ্গীরা। তাঁদের সঙ্গে ত্রিপাঠির সঙ্গীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়।
৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় ভোট হবে পাঁচ দফায়। ২০ ডিসেম্বর পঞ্চম দফার ভোটগ্রহণ। মহারাষ্ট্রের মতো ঝাড়খণ্ডেও ধাক্কা খেয়েছে এনডিএ জোট। ভোটে একাই লড়ছে বিজেপির জোট শরিক লোকজন শক্তি পার্টি। জোট ছেড়েছে বিজেপির আর এক পুরনো সহযোগী অল ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়নও। শরিকহীন বিজেপি কি পারবে ঝাড়খণ্ডে ক্ষমতা ধরে রাখতে? উত্তর মিলবে ২৩ ডিসেম্বর, নির্বাচনের ফল ঘোষণার দিন।