নয়াদিল্লি: প্রয়োজনীয় অনুমোদন না নিয়ে কানহাইয়া কুমার ও অন্যদের বিরুদ্ধে ২০১৬-র জেএনইউ রাষ্ট্রদ্রোহিতা মামলায় কী করে চার্জশিট দিয়েছে দিল্লি পুলিশ, এই প্রশ্ন তুলল এখানকার আদালত। জেএনইউ ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আরও পড়ুয়াদের বিরুদ্ধে ক্যাম্পাসে হওয়া অনুষ্ঠানে ভারত-বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে গত ১৪ জানুয়ারি স্থানীয় আদালতে পিটিশন পেশ করেছে। কানহাইয়া ২০১৬-র ৯ ফেব্রুয়ারি জেএনইউ ক্যাম্পাসের ওই অনুষ্ঠানে মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন, ভারত-বিরোধী স্লোগান সমর্থন করেছিলেন বলে চার্জশিটে অভিযোগ করা হয়েছে। চার্জশিটে ভারত-বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে নাম রয়েছে উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্যেরও। এঁরাও জেএনইউয়ের পড়ুয়া।
যে অনুষ্ঠানে ওই স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ, সেটিও বিতর্কিত হয়ে উঠেছিল ২০০১ এর সংসদ সন্ত্রাসবাদী হামলায় দোষী মাস্টারমাইন্ড আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে, তাঁর স্মরণে।
এদিন আদালত দিল্লি পুলিশকে বলে, কেন সম্মতি ছাড়া চার্জশিট পেশ করেছেন আপনারা? আপনাদের আইনি এক্তিয়ার নেই। জবাবে ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় সম্মতি জোগাড় করা হবে বলে জানায় দিল্লি পুলিশ।
শীঘ্রই এ ব্যাপারে শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।
কেন প্রয়োজনীয় অনুমোদন না নিয়েই কানহাইয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলায় চার্জশিট পেশ, প্রশ্ন আদালতের, ১০ দিনেই জোগাড় করবে, বলল দিল্লি পুলিশ
Web Desk, ABP Ananda
Updated at:
19 Jan 2019 01:21 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -