রাফাল ডিল ইস্যুতে যুব কংগ্রেস কর্মীরা আজ এআইসিসি সদর দপ্তর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের দিকে মিছিল করে যান। তাঁরা যখন মিছিলের প্রস্তুতি নিচ্ছেন, রাহুল ট্যুইট করেন, প্রিয় শ্রী জেটলি, রাফাল নিয়ে জেপিসি গঠনের সময়সীমা শেষ হতে আপনার হাতে আর ৬ ঘন্টাও নেই। ভারতের তরুণরা অপেক্ষা করছে। আশা করি, আপনি মোদীজী, অনিল অম্বানিজীকে বোঝাতে ব্যস্ত রয়েছেন, কেন আপনার কথা শুনে তাঁদের রাজি হওয়া উচিত।
রাফাল ডিল নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ করে চলেছে কংগ্রেস। ডিলের ব্যাপারে দেশবাসীকে অবহিত করতে দেশব্যাপী প্রচারেও নেমেছে। দলের নেতারা দেশের নানা প্রান্তে যাচ্ছেন, সাংবাদিক সম্মেলন করছেন, সব রাজ্যে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচিরও প্ল্যান রয়েছে তাঁদের। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরেও বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে।
এই প্রেক্ষাপটে রাহুল আরও লেখেন, শ্রী জেটলি, রাফাল নামক বিরাট ডাকাতির দিকে দেশবাসীর নজর ফেরানোর জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু উত্তরের সন্ধানে জেপিসি তৈরি হলে কেমন হয়? সমস্যা হল, আপনার ‘সুপ্রিম নেতা’ ‘তাঁর বন্ধু’কে রক্ষা করছেন। ফলে এতে হয়তো সমস্যা হবে। ব্যাপারটা খতিয়ে দেখে ২৪ ঘন্টায় প্রকাশ করুন। আমরা অপেক্ষাই রইলাম।