কলকাতা: আজ ২১ জুন উত্তর গোলার্ধের সবেচয়ে দীর্ঘদিন। এদিন সূর্য একটি নির্দিষ্ট সময়ে কর্কটক্রান্তি রেখা, উপর লম্বভাবে অবস্থান করে। এদিন সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে অবস্থান করে। যে কারণে উত্তর গোলার্ধে হয় সবচেয়ে দীর্ঘ দিন। সূর্যকে ২১ জুন মধ্যগগনে প্রায় মাথার উপরে দেখা যায়। ভৌগলিক নিয়ম মেনে কর্কটক্রান্তি দিবসে সূর্য আকাশে থাকবে মোট ১৩ ঘণ্টা ৩৬ মিনিট ৮ সেকেন্ড। সূর্য উত্তরায়নের শেষ সীমায় পৌঁছয় বলে এই এই দিনকে উত্তর অয়নান্ত বা কর্কট সংক্রান্তি বলে।
২১ মার্চ সূর্য নিরক্ষরেখা অতিক্রম করার পর পৃথিবী তার কক্ষপথে যতই অগ্রসর হয় ততই সূর্যের দিকে পৃথিবীর উত্তর গোলার্ধ ঝুঁকতে থাকে। দক্ষিণ গোলার্ধ সূর্যের থেকে দূরে সরে যেতে থাকে। এরফলে উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্যে ক্রমশ বাড়তে থাকে এবং রাতের সময় কমতে থাকে। দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত হয়। ২১ জুন উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে কাছাকাছি আসে। সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয় বলে উত্তর গোলার্ধে দিন হয় বছরের দীর্ঘতম, রাত হয় সবচেয়ে ছোট।
আজ কর্কটক্রান্তি দিবস, উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে দীর্ঘদিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jun 2020 03:18 PM (IST)
আজ ২১ জুন উত্তর গোলার্ধের সবেচয়ে দীর্ঘদিন। এদিন সূর্য একটি নির্দিষ্ট সময়ে কর্কটক্রান্তি রেখা, উপর লম্বভাবে অবস্থান করে। এদিন সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে অবস্থান করে। যে কারণে উত্তর গোলার্ধে হয় সবচেয়ে দীর্ঘ দিন।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -