নয়াদিল্লি: লাদাখকাণ্ডে ফের প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুল গাঁধীর। ট্যুইটারে জাপানের একটি সংবাদপত্রের শিরোনাম উদ্ধৃত করে রাহুল নিশানা করেন নরেন্দ্র মোদিকে। কংগ্রেস সাংসদের ট্যুইট, নরেন্দ্র মোদি আসলে "সারেন্ডার মোদি"।


শুক্রবারই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, চিনা বাহিনী ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেনি। এরপরই, কংগ্রেস নেতা রাহুল গাঁধী ট্যুইটারে প্রশ্ন করেন, কেন ও কোথায় ভারতীয় জওয়ানরা মারা গেলেন, যদি সংঘর্ষের জায়গাটি চিনা ভূখণ্ডে হয়ে থাকে?





ট্যুইটারে রাহুল অভিযোগ করেন, চিনা আগ্রাসনের কাছে "আত্মসমর্পণ করেছেন" প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রী চিনা আগ্রাসনের সামনে ভারতীয় ভূখণ্ড সমর্পণ করেছেন। ভূমি যদি চিনাদের হয়ে থাকে তাহলে -- ১.) কেন আমাদের সেনা মারা গেল ২.) কোথায় আমাদের সেনা মারা গেল?


সম্প্রতি, বিভিন্ন সংবামাধ্যম খবরে প্রকাশিত হয় যে, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা টপকে ভারতীয় ভূখণ্ডে ঢুকে প্যাঙ্গং সো ও গালওয়ান উপত্যকার একটি অংশ দখল করেছে। এই প্রেক্ষিতে শুক্রবার, সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বলেন, চিনা সেনা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি। এমনকী, কোনও ভারতীয় পোস্ট দখল করতে পারেনি।