কলকাতা: পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের মুখে ফের কৈলাস বিজয়বর্গীয়র ওপরই আস্থা রাখল বিজেপি শীর্ষ নেতৃত্ব। আবারও তাঁকে এরাজ্যের পর্যবেক্ষক নিযুক্ত করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
অরবিন্দ মেননের পাশাপাশি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যকে পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। মনে করা হচ্ছে, ভোটের কথা মাথায় রেখেই আইটি সেলের প্রধানকে রাজ্যে নিয়ে আসা হল সহ পর্যবেক্ষক হিসেবে।
এদিন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা জানিয়ে দেন, বাংলার পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব সামলাবেন কৈলাস বিজয়বর্গীয়ই। বিধানসভা নির্বাচনের আগে কোনোভাবেই যাতে দলের অন্দরমহল গোষ্ঠীকোন্দলে জেরবার না হয় সেদিকেই নজর রেখেছে কেন্দ্রীয় নেতৃত্ব। বিধানসভা নির্বাচনের আগে যাতে দল কোনোভাবেই দিকভ্রষ্ট না হয় সেদিকেই নজর অমিত শাহ, জেপি নাড্ডাদের। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ঘনিষ্ঠ সুব্রত চট্টোপাধ্যায়কে দলের রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) পদ থেকে সরিয়ে দিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে রাজ্য বিজেপিতে মুকুল রায়ের আধিপত্য বৃদ্ধি পাবে বলে দলের অভ্যন্তরে গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু এদিন বিজেপির তরফে জানিয়ে দেওয়া হয়, বাংলায় বিজেপির পর্যবেক্ষক হিসাবে কৈলাস বিজয়বর্গীয়ই থাকছেন।
কৈলাসেই আস্থা, ফের বাংলায় বিজেপির পর্যবেক্ষক করা হল বিজয়বর্গীয়কে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Nov 2020 11:56 PM (IST)
পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের মুখে ফের কৈলাস বিজয়বর্গীয়র ওপরই আস্থা রাখল বিজেপি শীর্ষ নেতৃত্ব। আবারও তাঁকে এরাজ্যের পর্যবেক্ষক নিযুক্ত করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -