লখনউ: হিন্দু সমাজ পার্টির সভাপতি কমলেশ তিওয়ারির আততায়ীদের সন্ধান পেতে পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করল উত্তরপ্রদেশ পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কোনও ব্যক্তি এই হত্যাকাণ্ডে দুই অভিযুক্ত শেখ আশফাক হুসেইন ও পঠান মইনুদ্দিন আহমেদের সন্ধান দিতে পারলে আড়াই লক্ষ টাকা করে দেওয়া হবে। এই দুই অভিযুক্তই এখনও পর্যন্ত পলাতক। তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
শুক্রবার লখনউয়ের খুরশিদ বাগে নিজের বাসভবনেই খুন হন কমলেশ। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইতিমধ্যেই গুজরাতের সুরাত থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরপ্রদেশের ডিজিপি ও পি সিংহ জানিয়েছেন, ২০১৫ সালে মুসলিমদের বিরুদ্ধে যে মন্তব্য করেছিলেন কমলেশ, সেই ভিডিও দেখিয়ে চারজনকে প্ররোচনা দিয়েছিল শেখ। দুই আততায়ীর সন্ধান পেতে গুজরাত, মহারাষ্ট্র, হরিয়ানা ও কর্ণাটকের সন্ত্রাস দমন শাখা ও গোয়েন্দা বিভাগের সঙ্গে যোগাযোগ রাখছে উত্তরপ্রদেশ পুলিশ। এই হত্যাকাণ্ডের পিছনে সন্ত্রাসবাদীদের হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দেননি উত্তরপ্রদেশের ডিজিপি। তিনি জানিয়েছেন, সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। গুজরাত থেকে যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের সঙ্গে উত্তরপ্রদেশের কয়েকজনের যোগাযোগ ছিল। সবাইকে জেরা করা হচ্ছে।
কমলেশ তিওয়ারি হত্যাকাণ্ড: ২ আততায়ীর সন্ধান দিলে ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা পুলিশের
Web Desk, ABP Ananda
Updated at:
21 Oct 2019 02:59 PM (IST)
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কোনও ব্যক্তি এই হত্যাকাণ্ডে দুই অভিযুক্ত শেখ আশফাক হুসেইন ও পঠান মইনুদ্দিন আহমেদের সন্ধান দিতে পারলে আড়াই লক্ষ টাকা করে দেওয়া হবে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -