বেঙ্গালুরু:  বেঙ্গালুরুতে সানি লিওনের অনুষ্ঠানের প্রতিবাদে বিক্ষোভ কন্নড়-পন্থী কর্মীদের। আগামী ৩ নভেম্বর শহরে বলিউড অভিনেত্রী সানি লিওনের অনুষ্ঠান হওয়ার কথা। কিন্তু ওই অনুষ্ঠান কন্নড় সংস্কৃতি বিরোধী বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা।


পিউরিটি অ্যান্ড এক্সপ্রেসন নামের ওই অনুষ্ঠান বেঙ্গালুরুর মান্যতা টেক পার্কে হওয়ার কথা। এরই প্রতিবাদে কর্নাটক রক্ষণ বেদিকে যুবা সেনে সানি লিওনের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখিয়েছে।

সংগঠনের সভাপতি কে হরিশ বলেছেন, "আমরা ওই অনুষ্ঠানের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছি..এটা শুধুমাত্র এখানে একটা অনুষ্ঠানের জন্য নয়। এতে আরও অনেক বিষয় জড়িয়ে রয়েছে... ওই অভিনেত্রী দক্ষিণ ভারতের এক যোদ্ধা নারীর কাহিনীর প্রেক্ষাপটে একটা পিরিওড সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন। তাঁর মতো একজন অভিনেত্রীকে কীভাবে ওই সর্বজনপূজ্য কিংবদন্তী মহিলার চরিত্রে অভিনয় করতে দেওয়া হচ্ছে?"

উল্লেখ্য, গত বছর ৩১ ডিসেম্বরে ইংরেজি নববর্ষের প্রাক্কালে এই সংগঠনের প্রতিবাদে এবং কর্তৃপক্ষের অনুমতি না মেলায় সানি লিওনের একটি অনুষ্ঠান বাতিল হয়েছিল।