শ্রীনগর: কাশ্মীরে পুর নির্বাচনে কোনও অশান্তি না হলেও, বুথগুলিতে ভোটারদের দেখা মিলল না। আজ সকাল সাতটা থেকে ৮৩টি ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল চারটে পর্যন্ত চলে ভোটগ্রহণ প্রক্রিয়া। ৮৪,৬৯২ জন ভোটারের মধ্যে মাত্র ৭,০৫৭ জন হাজির ছিলেন বলে জানিয়েছেন এক আধিকারিক।
নির্বাচন কমিশন সূত্রে খবর, কার্গিলে সবচেয়ে বেশি ভোট পড়েছে। এখানে ৭৮ শতাংশ ভোট পড়েছে। লেহতে ৫২ শতাংশ ভোট পড়েছে। উত্তর কাশ্মীরের কুপওয়ারা পুরসভায় ৩৬.৬ শতাংশ এবং হান্দওয়ারায় ২৭.৮ শতাংশ ভোট পড়েছে। শ্রীনগর পুরসভার তিনটি ওয়ার্ডে ৩০,০৭৪ জন ভোটারের মধ্যে বুথে হাজির হন মাত্র ১,৮৬২ জন। বুদগম ও অনন্তনাগে যথাক্রমে ১৭ শতাংশ ও ৭.৩ শতাংশ ভোট পড়েছে। বারামুলা ও বান্দিপোরায় যথাক্রমে ৫.৭ শতাংশ ও ৩.৩ শতাংশ ভোট পড়েছে।
কাশ্মীরে এবারের পুর নির্বাচনে ন্যাশনাল কনফারেন্স ও পিডিপি যোগ না দেওয়ায় ৬৯টি ওয়ার্ডে প্রার্থীরা বিনা প্রতিদন্দ্বিতায় জয় পেয়েছেন। দক্ষিণ কাশ্মীরের বেশ কয়েকটি ওয়ার্ডে কোনও প্রার্থীই মনোনয়ন জমা দেননি। আজ প্রথম দফার ভোটগ্রহণ উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বান্দিপোরায় দুষ্কৃতীদের হামলায় জখম হন এক বিজেপি প্রার্থী। সেখানে বিক্ষোভকারীরা পাথর ছোঁড়ে। এছাড়া আর কোনও জায়গা থেকে হিংসার খবর পাওয়া যায়নি। প্রার্থীদের নিরাপত্তার স্বার্থে তাঁদের নাম প্রকাশ করেনি নির্বাচন কমিশন। প্রার্থীদের গোপন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।
কাশ্মীরে পুর নির্বাচন: ভোটার ৮৪,৬৯২, বুথে হাজির ৭,০৫৭
Web Desk, ABP Ananda
Updated at:
08 Oct 2018 06:33 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -