বিজেপি ও অমিত শাহকে বিদ্যুতের শক দিয়েছেন দিল্লির মানুষ, কটাক্ষ আপ নেতা আমানাতুল্লা খানের

ওখলায় জিতে গিয়েছেন আমানাতুল্লা। তাঁর কেন্দ্রেরই অন্তর্গত শাহিনবাগ।

Continues below advertisement
নয়াদিল্লি: দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশে স্পষ্ট, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে আম আদমি পার্টি। ফলের আভাস পেয়েই বিজেপি-কে কটাক্ষ করলেন ওখলার আপ প্রার্থী আমানাতুল্লা খান। তাঁর মন্তব্য, ‘আজ দিল্লির মানুষ বিজেপি ও অমিত শাহকে বিদ্যুতের শক দিয়েছেন। আজ উন্নয়নমূলক কাজের জয় হয়েছে এবং ঘৃণা হেরে গিয়েছে। আমি না, জনতা জয়ের ব্যবধানের রেকর্ড ভেঙে দিয়েছেন।’ ওখলায় জিতে গিয়েছেন আমানাতুল্লা। তাঁর কেন্দ্রেরই অন্তর্গত শাহিনবাগ। এবারের ভোটে সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠেছিল নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ। ভোটপ্রচারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘এমন ক্রোধের সঙ্গে ইভিএম-এর বোতাম টিপুন যাতে শাহিনবাগে বিদ্যুতের শক লাগে।’ যোগী আদিত্যনাথ, অনুরাগ ঠাকুরের মতো প্রথমসারির বিজেপি নেতারাও শাহিনবাগের আন্দোলনকারীদের আক্রমণ করেন। তাঁদের জনসভা থেকে আন্দোলনকারীদের দেশদ্রোহী বলে দাবি করা হয় এবং তাঁদের গুলি করে মারার স্লোগান ওঠে। আজ ফলপ্রকাশের পর বিজেপি নেতাদের সেই মন্তব্যকে হাতিয়ার করেই তাঁদের কটাক্ষ করলেন আমানাতুল্লা।
Continues below advertisement
Sponsored Links by Taboola