ট্রেন্ডিং

কাটআউটে ছয়লাপ আলিপুরদুয়ার শহর। অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী

কাজ শুধু মুখ দেখানো, বিনিময়ে কর্পোরেট ফেসিলিটি, Chief Happiness Officer-এর চাকরি পেল এই চারপেয়ে

'অনেক রাখাল-বাগাল আছে, কী করব ! রাজনীতি কারো বাপের নয়', হুঙ্কার অনুব্রতর

জীবনভর করেছেন দেশের সেবা, পানাগড়ের কাছে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু প্রাক্তন সেনা কর্মীর !

লুকানোর চেষ্টা করলেও সামনে এসেই যাচ্ছে সত্য, লস্কর জঙ্গিদের সঙ্গে সেনাপ্রধান মুনিরের ছবিতে ছয়লাপ পাকিস্তান
বর্ষার আগেই রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, হাজার পেরিয়েছে রাজ্যে, কলকাতায় আক্রান্ত ৮২ জন !
বিজেপি ও অমিত শাহকে বিদ্যুতের শক দিয়েছেন দিল্লির মানুষ, কটাক্ষ আপ নেতা আমানাতুল্লা খানের
ওখলায় জিতে গিয়েছেন আমানাতুল্লা। তাঁর কেন্দ্রেরই অন্তর্গত শাহিনবাগ।
Continues below advertisement

নয়াদিল্লি: দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশে স্পষ্ট, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে আম আদমি পার্টি। ফলের আভাস পেয়েই বিজেপি-কে কটাক্ষ করলেন ওখলার আপ প্রার্থী আমানাতুল্লা খান। তাঁর মন্তব্য, ‘আজ দিল্লির মানুষ বিজেপি ও অমিত শাহকে বিদ্যুতের শক দিয়েছেন। আজ উন্নয়নমূলক কাজের জয় হয়েছে এবং ঘৃণা হেরে গিয়েছে। আমি না, জনতা জয়ের ব্যবধানের রেকর্ড ভেঙে দিয়েছেন।’
ওখলায় জিতে গিয়েছেন আমানাতুল্লা। তাঁর কেন্দ্রেরই অন্তর্গত শাহিনবাগ। এবারের ভোটে সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠেছিল নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ। ভোটপ্রচারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘এমন ক্রোধের সঙ্গে ইভিএম-এর বোতাম টিপুন যাতে শাহিনবাগে বিদ্যুতের শক লাগে।’ যোগী আদিত্যনাথ, অনুরাগ ঠাকুরের মতো প্রথমসারির বিজেপি নেতারাও শাহিনবাগের আন্দোলনকারীদের আক্রমণ করেন। তাঁদের জনসভা থেকে আন্দোলনকারীদের দেশদ্রোহী বলে দাবি করা হয় এবং তাঁদের গুলি করে মারার স্লোগান ওঠে। আজ ফলপ্রকাশের পর বিজেপি নেতাদের সেই মন্তব্যকে হাতিয়ার করেই তাঁদের কটাক্ষ করলেন আমানাতুল্লা।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে