নয়াদিল্লি: কার্গিল যুদ্ধ জয় ভারতের শক্তির নিদর্শন। কার্গিল যুদ্ধজয়ের ২০ বছর পূর্তিতে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির ইন্দিরা গাঁধী স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদি পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে বললেন, ভারতের নিরাপত্তা দুর্ভেদ্য। তিনি এই প্রসঙ্গে দেশের সশস্ত্র বাহিনীর আত্মনিবেদনের প্রসঙ্গও উল্লেখ করেন।
পাকিস্তানকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, কিছু দেশ সন্ত্রাসবাদ ছড়াতে ছায়াযুদ্ধ চালায়। এর মোকাবিলা করার জন্য সমস্ত বিশ্বের ঐক্যবদ্ধ প্রয়াস গ্রহণের সময় এসেছে।  তিনি বলেছেন, চিরকাল কাশ্মীর নিয়ে ষড়যন্ত্র করেছে পাকিস্তান। বারবার ধাক্কা খেয়েও তাদের ছল-চাতুরি থামেনি।
মোদি বলেছেন, কার্গিলে জয় ভারতের শক্তি, দৃঢ়সংকল্পতা ও সক্ষমতার পরিচায়ক। সামরিক বাহিনীর জওয়ান ও প্রাক্তন সমরকর্মীদের উপস্থিতিতে মোদি ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, সরকার নয়, সমগ্র দেশ ওই লড়াইতে সামিল হয়েছিল। কার্গিলের জয় সারা দেশকেই অনুপ্রাণিত করেছে। কার্গিল ছিল প্রত্যেক ভারতীয়র জয়।
প্রধানমন্ত্রী বলেছেন, কার্গিলে হঠকারিতার মাধ্যমে পাকিস্তান ১৯৯৯-এ নতুন করে সীমান্ত তৈরি করতে চেয়েছিল। কিন্তু ভারতের নিরাপত্তা বাহিনী তাদের সেই অপচেষ্টাকে পরাস্ত করে।
মোদি বলেছেন, কার্গিল যুদ্ধ যখন চলছিল, তখন তিনি সেখানে গিয়েছিলেন। এটা তাঁর কাছে তীর্থযাত্রার মতো।
মোদি বলেছেন, দেশের নিরাপত্তা দুর্ভেদ্য এবং তা দুর্ভেদ্যই থাকবে। প্রধানমন্ত্রীর ঘোষণা, সেনাবাহিনী আধুনিকীকরণই অগ্রাধিকার। সেনা এবং তাঁদের পরিবারের পাশে আছে সরকার।
প্রধানমন্ত্রী বলেছেন, দেশ যদি নিরাপদ থাকে তাহলেই উন্নয়ন সম্ভব। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনও চাপের কাছেই নতিস্বীকার করা হবে না বলেও সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রী।