বেঙ্গালুরু: কর্ণাটকের মাণ্ড্য জেলার পাণ্ডবপুত্র তালুকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হল। মৃতদের অধিকাংশই স্কুলপড়ুয়া। একটি বেসরকারি বাস ২০ ফুট গভীর খালে পড়ে যাওয়ার ফলেই এতজনের মৃত্যু হল। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৩টি মৃতদেহ জল থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী সহ প্রশাসনের শীর্ষকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। মৃতদের পরিবারের লোকজনকে ৫ লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন কুমারস্বামী। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন।



পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাস্থল বেঙ্গালুরু থেকে ১২০ কিলোমিটার দূরে। স্কুল ছুটির পর ওই বেসরকারি বাসে চড়ে ফিরছিল পড়ুয়ারা। তাদের সঙ্গে অন্যান্য যাত্রীরাও ছিলেন। বাসটি খালে পড়ার সময় বাঁ দিকে হেলে যায়। ফলে বাসের দরজা দিয়ে বেরোতে পারেননি যাত্রীরা। মৃতদের আত্মীয়দের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন। জনতাকে সামলাতে বেগ পেতে হচ্ছে পুলিশকর্মীদের। স্থানীয় লোকজনের অবশ্য দাবি, পুলিশ আসার আগেই তাঁরা জল থেকে তিনটি দেহ উদ্ধার করেন।