নয়াদিল্লি: কর্ণাটকে যে সমস্ত চিকিৎসক ও চিকিৎসাকর্মী করোনা ভাইরাসে আক্রান্তদের সেবা করছেন, তাঁদের জন্য অতিরিক্ত স্বাস্থ্যবিমার ব্যবস্থা করার কথা ভাবছে কর্ণাটক সরকার। আজ এই ঘোষণা করেছেন মেডিক্যাল শিক্ষা মন্ত্রী কে সুধাকর। তিনি জানিয়েছেন, ‘যে চিকিৎসাকর্মীরা পরীক্ষাগারে কাজ করছেন, হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্তদের সেবা করছেন, তাঁদের জন্যও অতিরিক্ত স্বাস্থ্যবিমার ব্যবস্থা করার কথা ভাবছি আমরা। রাজ্য সরকার এ বিষয়ে আলোচনা করছে। শীঘ্রই এ বিষয়ে ঘোষণা করা হবে।’

কর্ণাটকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চারজন। এই পরিস্থিতিতে রাজ্য সরকার সতর্কতা অবলম্বন করছে। সুধাকর জানিয়েছেন, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছেন তাঁরা। বেঙ্গালুরু মেডিক্যাল কলেজে একটি নতুন পরীক্ষাগারের উদ্বোধন করেছেন তিনি। চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের মাস্ক পরা সহ যাবতীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন তিনি।