শিবামগ্গা (কর্ণাটক): কিং কোবরা ধরা কোনও সময়ই সহজ নয়। এই সাপ যেমন বিষধর, তেমনই ধূর্ত। কর্ণাটকের এক সাপুড়ে সেটা বিলক্ষণ টের পেলেন। সাপ ধরতে গিয়ে আর একটু হলেই তাঁর প্রাণ নিয়ে টানাটানি হচ্ছিল। শেষপর্যন্ত কোনওক্রমে তিনি সাপটিকে ধরে ফেলেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল।


৩৭ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, কর্ণাটকের শিবামগ্গায় একটি জলাশয় থেকে কিং কোবরা ধরার চেষ্টা করছেন দুই ব্যক্তি। তাঁদের মধ্যে একজন প্রথমে সাপটির লেজ ধরতে সক্ষম হন। তবে তিনি দেহের ভারসাম্য হারিয়ে জলে পড়ে যান। তখন সাপটি অপর ব্যক্তির দিকে তেড়ে যায়। তিনি কোনওরকমে নিজেকে সাপের ফনা থেকে বাঁচাতে পারেন। পরে তাঁরা দু’জন মিলে সাপ ধরে নেন।

কিং কোবরার বিষ মারাত্মক। কোনও ব্যক্তিকে যদি এই সাপ কামড়ায়, তাহলে ৩০ মিনিটের মধ্যে মৃত্যু হতে পারে। ফলে জোর বেঁচে গিয়েছেন এই দুই ব্যক্তি।