মুম্বই: বেআইনি নির্মাণ নিয়ে বিতর্কের মধ্যেই আজ এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গে দেখা করলেন বলিউড তারকা সোনু সুদ। আজ পওয়ারের বাসভবনে যান এই অভিনেতা। তবে তাঁদের মধ্যে কী বিষয়ে কথা হয়েছে, সেটা জানা যায়নি।
গত সপ্তাহে জুহু থানায় সোনুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)। তিনি অনুমতি না নিয়েই একটি বাড়িকে হোটেলে পরিণত করেছেন বলে অভিযোগ। গত বছরের অক্টোবরে আপত্তি জানিয়ে নোটিস পাঠানোর পরেও তিনি নির্মাণ বন্ধ করেননি বলে দাবি করা হয়েছে। এই কারণে সোনুর বিরুদ্ধে মামলা দায়ের করতে চেয়ে পুলিশকে চিঠি দিয়েছে বিএমসি। তবে পুলিশ এখনও পর্যন্ত এফআইআর করেনি।
বিএমসি-র নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সোনু। তিনি বেআইনি নির্মাণের অভিযোগ অস্বীকার করেছেন। পাল্টা বিএমসি-র পক্ষ থেকে হাইকোর্টে হলফনামা দিয়ে দাবি করা হয়েছে, ‘সোনু সুদ বারবার এই ধরনের অন্যায় কাজ করেছেন। তিনি অবৈধ নির্মাণের মাধ্যমে বাণিজ্যিক কার্যকলাপ চালাতে চান। সেই কারণেই অতীতে জুহুতে দু’বার বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হলেও, সেখানেই ফের নির্মাণ শুরু করেন। লাইসেন্স বিভাগ থেকে প্রয়োজনীয় অনুমতি না নিয়েই তিনি বেআইনিভাবে হোটেল চালু করার চেষ্টা করছিলেন। তাঁকে বসতবাড়িটি হোটেলে রূপান্তরিত করার অনুমতি দেওয়া হয়নি। তাঁর কাছে বাণিজ্যিকভাবে হোটেল চালানোর কোনও লাইসেন্সও নেই। তিনি লাইসেন্স ছাড়াই বেআইনিভাবে হোটেল চালাচ্ছেন।’
বিএমসি-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘২০১৮ সালের সেপ্টেম্বরে প্রথমবার সোনুর বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান চালানো হয়। কিন্তু তারপরেও এই অভিনেতা বেআইনি নির্মাণ বন্ধ করেননি। ২০১৮ সালের নভেম্বরে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়। তাঁর এত স্পর্ধা, এরপরেও ভেঙে দেওয়া অংশে ফের নির্মাণ শুরু করেন। সেই কারণে বিএমসি ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি ফের বেআইনি নির্মাণ ভেঙে দেয়। ওই বাড়িটি যে সোনু বা তাঁর স্ত্রী সোনালী সুদের, সেই সংক্রান্ত কোনও নথিও নেই।’
লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য সারা দেশে বিখ্যাত হয়ে যান সোনু। পর্দায় খলনায়কের চরিত্রে অভিনয় করলেও, বাস্তবে তিনি নায়ক হয়ে ওঠেন। তিনি বহু মানুষকে সাহায্য করেন। আর্থিক সমস্যায় থাকা পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জন্য নিজের মায়ের নামে স্কলারশিপ চালু করার কথাও ঘোষণা করেন এই অভিনেতা। কিন্তু এবার তাঁর বিরুদ্ধেই বেআইনি কার্যকলাপের অভিযোগ উঠল।
Sonu Sood Meets Sharad Pawar: বেআইনি নির্মাণ নিয়ে বিএমসি-র সঙ্গে আইনি লড়াইয়ের মধ্যেই শরদ পওয়ারের বাসভবনে সোনু সুদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jan 2021 07:29 PM (IST)
Sonu Sood vs BMC: বিএমসি-র নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সোনু।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -