জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে ট্যুইট করে এই অভিযানের কথা জানানো হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বিএসএনএল পোস্টপেইড ছাড়া বাকি সব মোবাইল ইন্টারনেট ও মোবাইল ফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রীনগরে গুলির লড়াই, খতম কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতার ছেলে সহ ২ হিজুবল মুজাহিদিন জঙ্গি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 May 2020 04:40 PM (IST)
খতম হওয়া দুই জঙ্গির মধ্যে একজনের নাম জুনেইদ সেহারি। তার বাবা মহম্মদ আশরফ সেহারি তেহরিক-ই-হুরিয়তের চেয়ারম্যান।
ছবি সৌজন্যে এএনআই
শ্রীনগর: নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হল দুই হিজবুল মুজাহিদিন জঙ্গি। শ্রীনগরের নওয়াকাদাল অঞ্চলে এই সংঘর্ষ হয়। সূত্রের খবর, দু’টি বাড়িতে লুকিয়েছিল জঙ্গিরা। তাদের খোঁজে সেখানে যান নিরাপত্তারক্ষীরা। রাত দুটো থেকে সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ দল ওই অঞ্চল ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন। জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে নিরাপত্তারক্ষীরা পাল্টা জবাব দেন। শেষপর্যন্ত এই অভিযানে সাফল্য আসে। খতম হওয়া দুই জঙ্গির মধ্যে একজনের নাম জুনেইদ সেহারি। সে হিজবুল মুজাহিদিনের অন্যতম শীর্ষ কমান্ডার। তার বাবা মহম্মদ আশরফ সেহারি তেহরিক-ই-হুরিয়তের চেয়ারম্যান। এই অভিযানে জম্মু ও কাশ্মীর পুলিশের এক কনস্টেবল প্রাণ হারিয়েছেন। অন্য এক পুলিশকর্মী, এক সিআরপিএফ জওয়ান এবং আরও দু’জন জখম হয়েছেন।