কমিশনের প্রধান রেখা শর্মা ট্যুইট করেন, এক মহিলা কে কাহা মেরি রক্ষা কিজিয়ে, এই নারীবিদ্বেষী কথায় কী বোঝাতে চাইছেন রাহুল গাঁধী? উনি কি বলতে চান, মেয়েরা দুর্বল? দুনিয়ার বৃহত্তম গণতন্ত্রের একজন দক্ষ প্রতিরক্ষামন্ত্রীকে দুর্বল বলাটাই তো পরিহাস!
গতকালই রাহুল কৃষক সভায় বলেন, ৫৬ ইঞ্চির বুকের ছাতিওয়ালা চৌকিদার পালিয়ে গেলেন, এক মহিলাকে বলে গেলেন, সীতারামনজি, আমায় বাঁচান। আমি নিজেকে রক্ষায় অক্ষম, রক্ষা করুন আমায়।
নোটিসে কমিশন বলেছে, মিডিয়ায় প্রকাশ, আপনি নাকি বলেছেন, প্রধানমন্ত্রী পালালেন, এক ‘মহিলা’কে, বলে গেলেন তাঁকে বাঁচাতে, প্রচ্ছন্ন ইঙ্গিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনকে। এহেন মন্তব্য চরম নারীবিদ্বেষী, আক্রমণাত্মক, অনৈতিক, তাতে সাধারণ ভাবে মহিলাদের সম্মান, মর্যাদার প্রতি চরম অশ্রদ্ধা ফুটে উঠেছে। কমিশন উঁচু পদে বসে থাকা দায়িত্বশীল লোকজনের এমন দায়িত্বজ্ঞানহীন, অবজ্ঞাসূচক মন্তব্যের তীব্র নিন্দা করছে কমিশন।
গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেন, রাহুল গোটা দেশের সব মহিলাকে অপমান করেছেন ওই মন্তব্যে। তবে পরে রাহুলও
মোদির সমালোচনার জবাবে ট্যুইট করেন, মোদিজি, আপনাকে প্রাপ্য শ্রদ্ধার সঙ্গে বলি, আমাদের সংস্কৃতিতে মহিলাদের সম্মান করার সংস্কৃতি পরিবার থেকেই শুরু হয়।