অরুণাচলে পাকিস্তানের গুপ্তচর সন্দেহে গ্রেফতার সামরিক বাহিনির কুলি
Web Desk, ABP Ananda | 10 Jan 2019 03:59 PM (IST)
ইটানগর: পাকিস্তানের গুপ্তচর সন্দেহে অরুণাচল সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হল নির্মল রাই নামক এক ব্যক্তিকে। ওই ব্যক্তি অরুণাচলের একেবারে সীমান্তে সামরিক বাহিনির কুলির কাজ করত। কিন্তু তলে তলে তার মাধ্যমে পাচার হয়ে যেত সামরিক বাহিনির গুরুত্বপূর্ণ তথ্য ও অস্ত্রসস্ত্র সংক্রান্ত গোপন খবরাখবর। বেশ কিছুদিন ধরে ব্যবহার সন্দেহজনক মনে হওয়ায় তার উপর নজর রাখা শুরু করে সেনা বাহিনি। তারপর তাকে গ্রেফতার করে অরুণাচল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সূত্রের খবর, নির্মলের বাড়ি অসমের তিনসুকিয়া জেলায়। ২০১৬ থেকে ২০১৮, দু্’বছর দুবাইয়ে একটটি বার্গারের দোকানে কাজ করত সে। তারপর নির্মল অরুণাচলে এসে সেনাবাহিনি মালপত্র বওয়ার কাজে যোগ দেয়। সন্দেহ, ওই ব্যক্তিকে রীতিমতো প্রশিক্ষণ দিয়ে গুপ্তচর হিসেবে নিয়োগ করেছিল আইএসআই এর দুবাই শাখা। ওই ব্যক্তির কাছ থেকে একটি স্মার্টফোন বাজেয়াপ্ত করা হয়েছে।