নয়াদিল্লি: অন্য রাজ্যগুলি থেকে লোকজন চিকিৎসা করাতে আসছেন বলেই দিল্লির হাসপাতালগুলিতে এত ভিড় হচ্ছে, এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। পাল্টা তাঁর বিরুদ্ধে বিদ্বেষের অভিযোগে সরব বিজেপি।
গতকাল সঞ্জয় গাঁধী মেমোরিয়াল হাসপাতালে ৩৬২ শয্যার ট্রমা সেন্টারের উদ্বোধন করে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘দেখা যাচ্ছে, বিহারের একজন ব্যক্তি ৫০০ টাকা খরচ করে দিল্লি এসে বিনামূল্যে পাঁচ লক্ষ টাকার অস্ত্রোপচার করিয়ে ফিরে যাচ্ছেন। এটা আমাদের কাছে আনন্দের বিষয়। কারণ, তাঁরা আমাদের দেশের নাগরিক। তাঁদের চিকিৎসা পাওয়া উচিত। কিন্তু দিল্লিতে কী করে দেশের সবার চিকিৎসা করা সম্ভব?’
কেজরীবাল আরও বলেন, ‘অন্য রাজ্যগুলির তুলনায় দিল্লিতে উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়া যায় বলেই এত মানুষ এখানে আসছেন। ডেনমার্কের মতোই চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে দিল্লিতে। বিভিন্ন স্তরে স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামো উন্নত করা হয়্ছে।’
কেজরীবালের এই বক্তব্যের সমালোচনা করে দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি বলেছেন, ‘কেজরীবালের যদি আমার সঙ্গে রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতা থাকে, তাহলে তিনি সেটা সরাসরি বলতে পারেন। কিন্তু নিজের সরকারের স্বাস্থ্য পরিষেবার কথা প্রচার করে কেন বিহার, উত্তরপ্রদেশ এবং অন্য রাজ্যগুলির মানুষকে কেন অপমান করছেন? বিহার বা অন্য কোনও রাজ্যের মানুষ দিল্লিতে চিকিৎসা করালে কেজরীবালের কষ্ট হয় কেন? তিনি ফের বিদ্বেষের পরিচয় দিলেন।’
অন্য রাজ্যের রোগীরা আসছেন বলেই দিল্লির হাসপাতালগুলিতে এত ভিড়, দাবি কেজরীবালের, পাল্টা বিজেপি
Web Desk, ABP Ananda
Updated at:
30 Sep 2019 06:32 PM (IST)
গতকাল সঞ্জয় গাঁধী মেমোরিয়াল হাসপাতালে ৩৬২ শয্যার ট্রমা সেন্টারের উদ্বোধন করে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, দেখা যাচ্ছে, বিহারের একজন ব্যক্তি ৫০০ টাকা খরচ করে দিল্লি এসে বিনামূল্যে পাঁচ লক্ষ টাকার অস্ত্রোপচার করিয়ে ফিরে যাচ্ছেন।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -