তিরুঅনন্তপুরম: ১ নভেম্বর। কেরলপিরাভি দিবস অর্থাৎ রাজ্যের জন্মদিন। ওই দিন থেকেই রাজ্যে বেঁধে দেওয়া হচ্ছে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় ফল, সবজির দাম।

  • কলা ₹৩০/₹২৪ (প্রতি কেজি)

  • আনারস ₹১৫ (প্রতি কেজি)

  • শশা ₹৮ (প্রতি কেজি)

  • টমেটো ₹৮ (প্রতি কেজি)

  • আলু ₹২০ (প্রতি কেজি)

  • বিট ₹২১ (প্রতি কেজি)

  • রসুন ₹১৩৯ (প্রতি কেজি)সম্প্রতি বাজারে নিত্যপ্রয়োজনীয় শাক-সব্জি, ফলমূলের দাম কমা-বাড়া করছিল প্রতিনিয়ত। এর জেরে ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা। অবশেষে  কেরল বিধানসভায় বুধবার বেশকিছু কৃষিজাত পণ্যের বাজার মূল্য বেঁধে দেওয়ার প্রস্তাব গৃহীত হয়েছে। পুরো বিষয়টিই নিয়ন্ত্রিত হবে ডিজিট্যাল মাধ্যমে। রাজ্য সরকারের দাবি, দেশের মধ্যে প্রথম এই ধরনের উদ্যোগ তারাই নিল।কোনও জেলায় কৃষিজাত পণ্যের মূল্য 'বেস প্রাইস'-এর নীচে নেমে গেলে জেলা-কমিটি একটা  নির্দিষ্ট দাম ঘোষণা করতে পারে। সেই জেলায় ওই দামেই বিক্রীত হবে ওই দ্রব্যগুলি। দাম নির্ভর করবে উৎপাদিত পণ্যের গুণমানের উপর।এই পদ্ধতির সুবিধে ভোগ করতে কৃষকদের একটি ওয়েবসাইটে তাঁদের কৃষিজমি ও উৎপাদিত পণ্য সংক্রান্ত সব তথ্য আপলোড করতে হবে। ওয়েব পোর্টালটি হল www.aims.kerala.gov.in. অথবা ডাউনলোড করতে হবে AIMS মোবাইল অ্যাপটি।

    সম্প্রতি কেন্দ্র ২২টি পণ্যের ক্ষেত্রে ন্যূনতম মূল্য ঘোষণা করেছে। এই তালিকায় আছে দানাশস্য, ডাল, তৈলবীজ, শস্য ইত্যাদি।