পৃথিবীর উপগ্রহ চাঁদের বুকে জলের হদিশ একটা বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।
নাসা জানিয়েছে, সোফিয়া চাঁদের ক্লেভিয়াস ক্রেটারে জলের অনু (এইচ২ও)-র হদিশ পেয়েছে। ক্লেভিয়াস ক্রেটার চাঁদের দক্ষিণ গোলার্ধে পৃথিবী থেকে দৃশ্যমান সবচেয়ে বড় গহ্বরগুলির মধ্যে একটি।
এর আগে জানা গিয়েছিল যে, নাসা-র কাছে চন্দ্র অভিযান সংক্রান্ত বড়সড় তথ্য হাতে এসেছে, যা চাঁদে প্রাণের সন্ধানে সহায়ক হতে পারে। এর আগে বেশ কয়েকটি গবেষণায় জানা গিয়েছিল যে, চাঁদে হাইড্রোজেন রয়েছে। কিন্তু জলের অস্তিত্ব নিয়ে কিছু কিছু এর আগে জানা যায়নি।
নাসা ট্যুইট করে বলেছে, আমরা ঘোষণা করছি যে, এই প্রথমবার আমরা চাঁদের সূর্যালোকিত অংশে এইচ২ও-র বিষয়টি নিশ্চিত করছি । এটা ইঙ্গিত দেয় যে, সমগ্র চন্দ্রপৃষ্ঠেই জল বন্টিত রয়েছে।