কেরলে সিপিএম দফতরে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ
Web Desk, ABP Ananda | 21 Mar 2019 05:29 PM (IST)
পালাক্কাড: কেরলের চেরুপলাসেরিতে সিপিএমের অঞ্চল কমিটির দফতরে এক ২১ বছর বয়সি যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল। ওই যুবতীর অভিযোগ, ১০ মাস আগে তিনি যখন কলেজের পত্রিকার কাজ করার জন্য সিপিএম দফতরে গিয়েছিলেন, তখন দলেরই এক কর্মী তাঁকে ধর্ষণ করেন। এর ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তাঁর কন্যাসন্তানের জন্ম হয়েছে। পুলিশ সূত্রে খবর, গত শনিবার রাস্তায় একটি পরিত্যক্ত সদ্যোজাত শিশুকন্যাকে পাওয়া যায়। শিশুটির মাকে খুঁজে বার করা হলে তিনি এক সিপিএম কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে স্থানীয় এক সিপিএম নেতা জানিয়েছেন, অভিযোগকারী যুবতী এসএফআই কর্মী। তাঁর পরিবারও দলের সঙ্গে যুক্ত। তাঁর অভিযোগের বৈজ্ঞানিক তদন্ত হওয়া উচিত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিএম ও কেরলের এলডিএফ সরকারকে আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালা। তাঁর দাবি, এলডিএফ সরকারের আমলে কেরলের মহিলারা সুরক্ষিত নন।