নটিংহ্যাম: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। তবে ভারতীয় শিবিরে নেই কোনও ছুটি। রেইনি ডে-তেও ভারতীয় ক্রিকেটারেরা নিজেদের মগ্ন রাখলেন জিমে। চলল শারীরিক কসরৎ।


ফিটনেসের ব্যাপারে বরাবরই ভীষণ সচেতন বিরাট কোহলি। দলের সতীর্থরা সকলেই কার্যত মেনে নেন যে, ফিটনেসের ব্যাপারে তাঁদের সামনে সেরা দৃষ্টান্ত অধিনায়ক স্বয়ং। সেই কোহলি বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যেতেই ঢুকে পড়লেন জিমে। সেখানে কোহলির পেশিশক্তি বাড়ানোর কসরৎ চলল। ভারত অধিনায়ক বরাবরই ওয়েটলিফ্টিংয়ে বাড়তি গুরুত্ব দেন। জিমে ওয়েটলিফ্টিং করেন বিরাট। পরে সেই ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সঙ্গে লেখেন, ‘ভাল লিফ্টিং করতে পারলে সন্তুষ্ট মনে হয়। সময়টা কাজে লাগাচ্ছি। কোনও ছুটি নেই।’



ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আরও উৎসাহিত করবে আরও একটি ভিডিও। শিখর ধবনের পোস্ট করা। যেখানে ধবনকে দেখা গিয়েছে জিমে কঠোর শারীরিক কসরৎ করতে।

হাতের আঙুলে চিড় ধরায় আপাতত মাঠের বাইরে ছন্দে থাকা ভারতীয় ওপেনার। আপাতত কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না তিনি। তবে ধবনকে টুর্নামেন্টে পরের দিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ভারতীয় শিবির। দিল্লির বাঁহাতি ওপেনারকে নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও অপেক্ষা করতে চান কোহলি-রবি শাস্ত্রীরা।

তবে ইতিবাচক হচ্ছে, মাঠের বাইরে থাকা সময় পুরোপুরি কাজে লাগাতে বদ্ধপরিকর ধবন। জিমে বিভিন্নরকম ওয়েট ট্রেনিং করছেন তিনি। সেই ভিডিও তিনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সঙ্গে ধবন লিখেছেন, ‘এই পরিস্থিতিকে দুঃস্বপ্ন হিসাবে দেখা যেতে পারে। আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসাবে কাজেও লাগানো যায়। যাঁরা আমার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ।’




তিনি যে দ্রুত মাঠে ফিরে আসার জন্য মরিয়া, সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন জাতীয় দলের ওপেনার।