নটিংহাম: গতকালের নিউজিল্যান্ড ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। রবিবার বহু প্রতীক্ষিত পাকিস্তান ম্যাচ। তার আগে টিম ইন্ডিয়া পুরোপুরি তৈরি। অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে খেলা তাঁর ছেলেরা সব সময় জান লড়িয়ে দেন, এই ম্যাচ তাঁদের সেরাটা বার করে আনে।
ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির জেরে একটা বলও হতে পারেনি। এরপর ১৬ তারিখ ওল্ড ট্র্যাফোর্ডের মহারণ। কোহলি বলেছেন, বিশ্বের শ্রেষ্ঠ উত্তেজনাময় এই ম্যাচের অংশ হতে পারা সম্মানের ব্যাপার, খেলোয়াড়রা তাঁদের শ্রেষ্ঠ পারফরম্যান্স এই ম্যাচের জন্য তুলে রাখেন। রবিবারের ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার গেম প্ল্যান আছে, মাঠে নেমে তা করে দেখাবেন তাঁরা।
বিরাট জানাচ্ছেন, বাইরে যতই উত্তেজনা থাকুক, মাঠে নামলেই সব কিছু ভুলে গিয়ে শান্ত হয়ে যান ভারতীয় খেলোয়াড়রা। তবে তিনি মানছেন, এই প্রথম বাইরের পরিস্থিতি একটু হলেও মানসিক চাপ তৈরি করছে, তবে তার প্রভাব মাঠে পড়তে দেবেন না তাঁরা।
অস্ট্রেলিয়া ম্যাচে ১১৭ রান করা শিখর ধবন বুড়ো আঙুলে চোট পেয়ে কার্যত বিশ্বকাপের বাইরে। বিরাট বলেছেন, কয়েক সপ্তাহ শিখরকে বুড়ো আঙুলে প্লাস্টার দিয়ে থাকতে হবে, তারপর দেখা যাবে পরিস্থিতি। তবে আশা করা হচ্ছে, টুর্নামেন্টের শেষ দিকে তাঁকে পাওয়া যাবে, হয়তো সেমিফাইনাল থেকে খেলতে পারবেন তিনি। শিখর নিজেও মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন, দ্রুত তাঁকে ফিরে পেতে চায় টিম ইন্ডিয়া।
পাকিস্তান ম্যাচ ভারতীয় খেলোয়াড়দের সেরাটা বার করে আনে, বললেন কোহলি
ABP Ananda, Web Desk
Updated at:
14 Jun 2019 07:55 AM (IST)
কোহলি বলেছেন, বিশ্বের শ্রেষ্ঠ উত্তেজনাময় এই ম্যাচের অংশ হতে পারা সম্মানের ব্যাপার, খেলোয়াড়রা তাঁদের শ্রেষ্ঠ পারফরম্যান্স এই ম্যাচের জন্য তুলে রাখেন। রবিবারের ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার গেম প্ল্যান আছে, মাঠে নেমে তা করে দেখাবেন তাঁরা।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -