কলকাতা: শিয়রে সাইক্লোন। সাগরদ্বীপ এবং বাংলাদেশ উপকূলের মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় বুলবুল। সেই আশঙ্কার প্রভাব রেল ও বিমান পরিষেবায়। ১২ ঘণ্টা বন্ধ কলকাতা বিমানবন্দর। শনি ও রবি বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।


শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গজুড়ে নাগাড়ে বৃষ্টি চলছে। সেই সঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণিঝড়ের আতঙ্ক। ফলে সকাল থেকেই হাওড়া ও শিয়ালদা শাখার ট্রেনগুলিতে যাত্রী সংখ্যা অন্যান্য দিনের থেকে বেশ কম ছিল। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, শনিবার ৬৮৬৮৭ পাঁশকুড়া-দিঘা ও ৩৮৪৩৯/৬৮৬৮৯ হাওড়া-পাঁশকুড়া-দিঘা লোকাল বাতিল করা হয়েছে। রবিবার বাতিল করা হয়েছে ৬৮৬৮৬ দিঘা-পাঁশকুড়া ও ৬৮৬৮৮/৩৮৪১৮ দিঘা-পাঁশকুড়া-হাওড়া লোকাল।

পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, জরুরি পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। পূর্ব রেলের কন্ট্রোল রুমের নম্বর হল - ০৩৩ ২৬৩৮২৫৮১, ০৩৩ ২৬৩৮৭৪১২।
দক্ষিণ-পূর্ব রেলের কন্ট্রোল রুমের নম্বর ০৩৩ ২৬৩৭৭১৯৬। আপৎকালীন পরিস্থিতির জন্য তৈরি রয়েছেন রেলের ইঞ্জিনিয়াররা।

ট্রেনের মতো একই ছবি বাসে। কলকাতা থেকে দিঘাগামী বাসে যাত্রীসংখ্যা প্রায় নেই বললেই চলে।

বুলবুল-আশঙ্কায় কলকাতা বিমানবন্দরে ১২ ঘণ্টা বন্ধ পরিষেবা। বিমানবন্দর সূত্রে খবর, শনিবার সন্ধে ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে বিমান পরিষেবা। শনিবার দিনভর বিমান পরিষেবা ব্যাহত হয়। বাতিল করা হয় একাধিক উড়ান।