কলকাতা: একরত্তি শিশুকন্যাকে নিয়ে লোফালুফি খেলতে গিয়ে বিপত্তি ডেকে আনলেন বাবা। পরিণতিও হল মারাত্মক। ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত শিশু। তার অবস্থা আশঙ্কাজনক। ছাদ থেকে ঝাঁপিয়ে মৃত্যু হয়েছে তার বাবার। সব মিলিয়ে গভীর শোকের ছায়া পর্ণশ্রী থানা এলাকায়।
মেয়েকে নিয়ে খেলতে গিয়ে ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে মৃত্যু বাবার। গুরুতর আহত ১ বছরের শিশুকন্যা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। শনিবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পর্ণশ্রী থানা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, দক্ষিণ পূর্ব রেলের ভিজিল্যান্স বিভাগের কর্মী ছিলেন ৪৪ বছরের সুভাষচন্দ্র পাণ্ডা। শনিবার সকাল ১১টা নাগাদ ১ বছরের শিশুকন্যাকে নিয়ে ছাদে যান। পরিবারের অনুমান, সম্ভবত বাচ্চাকে ওপরে ছুড়ে দিয়ে লুফে নিচ্ছিলেন বাবা। খেলার ছলেই। কিন্তু তা করতে গিয়েই হাত ফস্কে শিশুকন্যা নীচে পড়ে যায়। মেয়েকে বাঁচাতে ঝাঁপ দেন বাবা। ফ্ল্যাটের নীচেই পড়েন সুভাষচন্দ্র। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
খোঁজাখুঁজির পর দেখা যায়, ফ্ল্যাটের পাঁচিলের ওপারেই অন্য বাড়ির চত্বরে গাছের নীচে পড়ে শিশুকন্যা। গুরুতর আহত ওই একরত্তিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।
গোটা ঘটনায় শোকের ছায়া এলাকায়। প্রতিবেশীরা সকলেই এমন মর্মান্তিক ঘটনার কথা জানতে পেরে শোকে কার্যত পাথর। অনেকেই বাকরুদ্ধ। শিশুকে নিয়ে এরকম খেলা যে প্রাণঘাতী হতে পারে, তা অনেকে ভাবতেও পারেননি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের দল। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। আর ওই পরিবারের সদস্য থেকে শুরু করে প্রতিবেশী, সকলেই প্রার্থনা করে চলেছে, একরত্তি ওই শিশুকন্যার যেন প্রাণ রক্ষা হয়।
লোফালুফি করতে গিয়ে হাত ফস্কে ছাদ থেকে নীচে শিশুকন্যা, বাঁচাতে গিয়ে ঝাঁপ দিয়ে মৃত্যু বাবার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Dec 2020 05:21 PM (IST)
মেয়েকে নিয়ে খেলতে গিয়ে ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে মৃত্যু বাবার। গুরুতর আহত ১ বছরের শিশুকন্যা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। শনিবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পর্ণশ্রী থানা এলাকায়।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -