কলকাতা: নিউ নর্মালে মেট্রোর চাকা গড়াল কলকাতায় । গতকাল এই পরিষেবা পেয়েছেন শুধুমাত্র নিট। ১৭৬দিন পরে আজ থেকে মেট্রোয় চড়তে পারবেন সবাই। করোনা আবহে স্বাস্থ্যবিধি মানতে, টোকেন না দেওয়ার ঘোষণা আগেই করেছে মেট্রো কর্তৃপক্ষ। তাদের তরফে জানানো হয়েছে, যাদের কাছে স্মার্টকার্ড আছে, শুধুমাত্র তাঁরাই মেট্রোয় যাত্রা করতে পারবেন। যাঁদের স্মার্টকার্ড নেই, তাঁদের তা কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে। তবে স্টেশনে ঢোকার জন্য সবার ই-পাস লাগবে।
কীভাবে পাবেন ই-পাস?
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এর জন্য কলকাতা মেট্রো অ্যাপ ডাউনলোড করতে হবে। কলকাতা মেট্রো অ্যাপ খুললেই উপরে দেখতে পাবেন ‘জেনারেট ই-পাস’। সেখানে ক্লিক করলেই স্মার্টফোনের নীচের দিকে চ্যাটবক্সের অপশন দেওয়া হবে। সেই অপশনে ক্লিক করলে খুলবে চ্যাটবক্স। এরপর সেখানে আপনার নাম। কোন স্টেশন থেকে উঠবেন এবং গন্তব্য স্টেশন বেছে নিতে হবে। এরপর বাছতে হবে যাত্রার সময়।
তা চূড়ান্ত হলেই যাত্রীরা পেয়ে যাবেন ই-পাস । ই-পাস দেখানোর জন্য স্টেশনে আলাদা ডেস্ক থাকছে।
স্মার্টকার্ড ন্যূনতম ১০০ টাকার রিচার্জ করতে হবে। রিচার্জ করা যাবে ২০০, ৩০০, ৫০০, ১ হাজার টাকারও। প্রতিটি রিচার্জের মেয়াদ ১ বছরের। কাউন্টার ছাড়াও স্মার্টকার্ড রিচার্জের জন্য বসানো হয়েছে মেশিন।
আজ থেকে চালু কলকাতা মেট্রো, সকাল ৮টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত পরিষেবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Sep 2020 07:24 AM (IST)
১৭৬দিন পরে আজ থেকে কলকাতায় মেট্রো। সকাল ৮টা থেকে শুরু, চলবে সন্ধে ৭টা পর্যন্ত। অফিস টাইমে ১০ মিনিট অন্তর। স্টেশনে ঢুকতে বাধ্যতামূলক ই-পাস।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -