কলকাতা: সোমবার শহরের আকাশে রোদের দেখা মিললেও মাঝে মাঝেই আকাশ আংশিক মেঘলা। তাহলে কি বর্ষা এসে গেল? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। ফলে মঙ্গলবার থেকে রাজ্যে বৃষ্টির বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ টেনে আনবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুকে। তার জেরে মঙ্গলবার থেকে রাজ্যে বৃষ্টি বাড়বে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় পূর্ব-মধ্য় বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে একটি নিম্নচাপ, যার জেরে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টিপাত হবে। অনুমান, নিম্নচাপের জেরে বৃষ্টি হবে ওড়িশা, অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চলের উত্তরে। তেলেঙ্গানা ও মহারাষ্ট্রের কোনও কোনও অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামী কয়েকদিনে।
আইএমডি একটি ট্যুইটে জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে ওড়িশা, অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলাঞ্চল, তেলেঙ্গানায় ৯ থেকে ১১ জুন অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের অনুমান, ১০-১১ জুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিদর্ভ, গুজরাতেও টানা বৃষ্টি হতে পারে। দফতর সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, দক্ষিণ কর্ণাটক, তামিলনাডুর বেশির ভাগ অংশে প্রবেশ করেছে।