এর আগে বর্ধন যশরাজের সিনেমা ‘ইশকজাদে’ ও ‘দাওয়াত-এ-ইশক’ এবং ‘শুদ্ধ দেশী রোমান্স’-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
রূপোলি পর্দায় নিজের অভিষেক নিয়ে বর্ধন সংবাদমাধ্যমকে বলেছেন, আমি জয়ন্তী ভাইয়ের পিরিওড ড্রামা ফিল্মে কাজ করতাম। কিন্তু কিছু কারণে তা হয়নি। পরে তিনি আমাকে এই সিনেমার প্রস্তাব দেন। সঙ্গে সঙ্গে প্রস্তাব গ্রহণ করি। সিনেমায় আমার পারফর্ম্যান্স ওরিয়েন্টেড ভূমিকা রয়েছে। হলিউড সিনেমা ‘গন গার্ল’-এ মতোই এই সিনেমা।
২০০৫-এ প্রয়াত হয়েছিলেন অমরীশ পুরী। এরপর পরিবারের অমরেশ পুরীর অভিনয়ের ঐতিহ্য এগিয়ে নিয়ে যেতে চান বর্ধন। তিনি বলেছেন, ‘দাদু আমার কাছে ভগবানের মতো। আমি তাঁকে পূজা করি। আমি তাঁর খুব কাছের ছিলাম। দাদু-ঠাকুরমার সঙ্গেই আমি ঘুমোতাম। দাদু মারা যাওয়ার পর খুব দুঃখ পেয়েছিলাম। মনে হয়েছিল, মাথার ওপর ছাদটাই সরে গিয়েছে। তখনই আমি সিদ্ধান্ত নিই যে যদি কিছু করি, তাহলে দাদুর জন্যই করব। তাই এই সিনেমা করছি তাঁর জন্যই’।
বর্ধন অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন পরিচালক তথা লেখক সত্যদেব দুবের কাছে। তিনি অমরেশ পুরীর মেন্টর ছিলেন।
বর্ধন এখনও পর্যন্ত ৯০-এর বেশি নাটকে অভিনয় করেছেন।
অভিনয় দক্ষতার জন্য অমরেশ পুরী দর্শকদের মনে অমর হয়ে রয়েছেন। তাঁর মুখে ‘মোগাম্বো খুশ হুয়া’-র মতো সংলাপ আজও জনপ্রিয়।