নয়াদিল্লি: জঙ্গলের বুক চিরে চলে গিয়েছে রাস্তা। ওই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলেন এক বাইক আরোহী। পিছনের আসনে বসে একজন। আচমকাই রাস্তার পাশের ঝোপ থেকে বেরিয়ে বাইক আরোহীদের লক্ষ্য করে ঝাঁপ দিল একটি চিতাবাঘ। কিন্তু গতি বেশি থাকায় অল্পের জন্য রেহাই পেলেন বাইক আরোহীরা। বাইক এগিয়ে যায়। চিতাবাঘ রাস্তা পেরিয়ে চলে যায় অন্য ধারে। এমনই একটি রুদ্ধশ্বাস ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা এই ভিডিও শেয়ার করেছেন।
উল্লেখ্য, রাতের সময়ে জঙ্গলে জানোয়াররা সক্রিয় হয় এবং শিকার ধরতে বেরোয়। জঙ্গলের পথে বাইক নিয়ে যাওয়াটা একেবারেই নিরাপদ নয়। সুশান্ত নন্দাও ভিডিও শেয়ার করে এমন পরামর্শই দিয়েছেন।



ভিডিও শেয়ার করে সুশান্ত নন্দা সাফ বলেছেন, এভাবে রেহাই পাওয়াটা সবসময় সম্ভব নাও হতে পারে। তিনি লিখেছেন, রাস্তার পাশে ঝোপে চিতাবাঘের উপস্থিতির কথা বুঝতে পেরে সবাই তার চলে যাওয়ার অপেক্ষায় ছিলেন। ওই সময়ই এক বাইক আরোহী সেখান দিয়ে যাওয়ার ভুল করে বসলেন। এটা তাঁর শেষ যাত্রা হতে পারত। অনুগ্রহ করে বন্য প্রাণীদের সম্মান দিতে শিখুন।
১৫ নভেম্বর এই ভিডিও পোস্ট করা হয়। তারপর থেকে ওই ভিডিও ১৫ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। রি-ট্যুইটও হয়েছে প্রচুর।