নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) পড়ুয়াদের সংসদ ভবন অভিযান কর্মসূচি ঘিরে উত্তপ্ত নয়াদিল্লি। হস্টেল ফি বৃদ্ধি পুরোপুরি প্রত্যাহারের দাবিতে পড়ুয়াদের শান্তিপূর্ণ মিছিল থামাতে পুলিশ ব্যাপক বলপ্রয়োগ করেছে বলে অভিযোগ জেএনইউ ছাত্র সংসদের। পুলিশের লাঠির ঘায়ে কয়েকজন পড়ুয়ার মাথা ফেটেছে বলেও দাবি। টিভি চ্যানেলে সম্প্রচারিত দৃশ্যে তাঁদের মাথা ফেটে রক্ত ঝরতে দেখা গিয়েছে। এদিন টানটান উত্তেজনা ছিল পড়ুয়াদের কর্মসূচি ঘিরে।
সূত্রের দাবি, দিল্লি পুলিশ ছাত্রছাত্রীদের আইন হাতে তুলে না নিতে, শান্তি বজায় রাখার আবেদন জানায়। মিছিল চলাকালে পদস্থ পুলিশকর্তাদের তাঁদের মিছিলের পরিবর্তে আলাপ-আলোচনার মাধ্যমে দাবি মিটিয়ে নেওয়ার পরামর্শ দিতে দেখা যায়। তবে পড়ুয়ারা মিছিলের কর্মসূচিতে অনড় থাকায় অনেককেই আটক করে পুলিশ। সংসদ ভবনের দিকে এগনোর আগেই হয় ব্যাপক ধরপাকড়। পড়ুয়াদের দাবি, সবাইকে ছেড়ে দিতে হবে, উপাচার্য্য এম জগদীশ কুমার ইস্তফা দিন। হস্টেল ফি সম্পূর্ণ প্রত্যাহারের দাবির পুনরাবৃত্তি করে তারা আরও বলেছে, যে হস্টেল ম্যানুয়াল চালুর পরিকল্পনা করা হয়েছে, তাও তুলে নিতে হবে। পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ উঠেছে। সোমবার সংসদের শীতকালীন অধিবেশন সূচনার দিনই পড়ুয়াদের এই অভিযানের উদ্দেশ্য ছিল হস্টেল ফি বৃদ্ধির ইস্যু সহ নানা দাবির প্রতি জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা। গত তিন সপ্তাহ ধরে পড়ুয়াদের প্রতিবাদ-বিক্ষোভ ক্যাম্পাস চত্বরেই সীমাবদ্ধ ছিল। আজ দাবিদাওয়া লেখা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে রাজপথে মিছিল করে তারা। সরকার বর্ধিত ফি না তোলা পর্যন্ত প্রতিবাদ, আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছে পড়ুয়ারা।
জেএনইউ পড়ুয়াদের সংসদ ভবন অভিযান কর্মসূচিতে অশান্তি, লাঠিচালনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, মাথা ফাটল কয়েকজনের, ধৃত বহু
Web Desk, ABP Ananda
Updated at:
18 Nov 2019 07:36 PM (IST)
সোমবার সংসদের শীতকালীন অধিবেশন সূচনার দিনই পড়ুয়াদের এই অভিযানের উদ্দেশ্য ছিল হস্টেল ফি বৃদ্ধির ইস্যু সহ নানা দাবির প্রতি জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা। গত তিন সপ্তাহ ধরে পড়ুয়াদের প্রতিবাদ-বিক্ষোভ ক্যাম্পাস চত্বরেই সীমাবদ্ধ ছিল। আজ দাবিদাওয়া লেখা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে রাজপথে মিছিল করে তারা। সরকার বর্ধিত ফি না তোলা পর্যন্ত প্রতিবাদ, আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছে পড়ুয়ারা।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -